Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জন্মাষ্টমী উপলক্ষে জবিতে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০১৭, ০১:৪৯

 

জবি লাইভ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টামী উৎসব উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের আয়োজনে এই র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জন্মাষ্টামীর শুরুতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে পগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পাস, শাঁখারী বাজার, কবি নজরুল  সরকারি কলেজ, বাহাদুর শাহ্ পার্ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় র‌্যালি চলাকালে ভক্তরা কীর্তন করেন।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালযের ভিসি প্রফেসর ড. মীজানুর রহমান। 

এরপর এদিন দুপুরে ভাষা শহীদ রফিক ভবনে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব-২০১৭ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি ভিসি প্রফেসর ড. মীজানুর রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ডলারে মানুষের শান্তি আসে না, শান্তি আসে ধর্মীয় আধ্যাত্মিকতায়। মানুষ হাজার হাজার ডলার আয় করলেও সেখানে শান্তি মেলে না। মিশরের, লিবিয়া, ইরাকের মানুষ এক সময় প্রচুর ডলার কামিয়েছেন। কিন্তু তাদের শান্তি কোথায়? শান্তি খুঁজতে হয় আধ্যাত্মিকতায়’। 

ভিসি বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার বাংলা গড়তে। সোনার বাংলা মানে এই নয় যে ঢাকা শহরে হাই-রাইজ বিল্ডিং করা। বঙ্গবন্ধু সকল সম্প্রদায়ের মানুষের মাঝে অসম্প্রদায়িক চিন্তা-চেতনার প্রকাশ ঘটানোর জন্য কাজ করে গেছেন। হিন্দু, খ্রিস্টান, মুসলিম ও বুদ্ধদের নিয়ে মিলে-মিশে থাকা। আমাদের হাজার বছরের ঐতিহ্য এ মিলেমিশে থাকার মধ্যে নিহিত ছিল। 

মনোবিজ্ঞান বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর কিশোর রায় ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. দীপিকা রানীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কোষাধ্যক্ষ প্রফেসর মো. সেলিম ভূঁইয়া, জবি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও প্রফেসর ড. অরুণ কুমার গোস্বামী, জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও অ্যাসোসিয়েট প্রফেসর ড. মোহাম্মদ আবদুল বাকি, জবি নীল দলের সাধারণ সম্পাদক ও অ্যাসোসিয়েট প্রফেসর আব্দুল্লাহ- আল- মাসুদ, প্রক্টর ড. নূর মোহাম্মদ প্রমুখ ।

 

ঢাকা, ১৪ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ