Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ড্যাফোডিলে মানবাকৃতির রোবট ‘ডি বোট’ উদ্বোধন

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বার ২০১৬, ০৭:২৩

ডিআইইউ লাইভ: রোবটিক্স ফিল্ডে নিজেদের সামর্থ্য ওপ্রতিভা প্রদর্শনের লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সফট্ওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত মানবাকৃতির রোবট “ডি’বোট” এর উদ্বোধনী অনুষ্ঠান রবিবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশন এর ফাস্ট সেক্রেটারী (শিক্ষা) জনাব জিশনু প্রসন্ন মুখার্জী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. ইউছুফ মাহবুবুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার, ট্রেজারার হামিদুল হক খান, রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ.কে.এম. ফজলুল হক এবং সফট্ওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. তৌহিদ ভূইঁয়া।

ডিজিটাল বিশ্ববিদ্যালয় হিসেবে সুপরিচিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রধান উদ্দেশ্য হলো সুযোগ্য তথ্যপ্রযুক্তিবিধ তৈরির পাশাপাশি তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা প্রদান করা। এ উদ্দেশ্যকে সামনে রেখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যালামনাই ও সফট্ওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের রিসার্স এসোসিয়েট মোঃ হাফিজুল ইমরান দীর্ঘ এক বছর গবেষনার পর ডি’বোট নামে মানব আকৃতির একটি রোবট তৈরি করেন।

মোঃ হাফিজুল ইমরান সফট্ওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. তৌহিদ ভূইঁয়া এর তত্তাবধানে এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খানের পৃষ্ঠপোষকতায় এ রোবট তৈরির কাজটি সফল ভাবে সম্পন্ন করেন।

এ রোবট তৈরির প্রধান উদ্দেশ্য হলো শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা করা, এটি বিশেষ করে শিশুদের নম্বর ও বর্ণমালা শিখাতে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে। তাছাড়া এ মানবাকৃতির রোবটটি মানুষের সাথে যোগাযোগ করতে পারে এবং ইংরেজী ও বাংলা উভয় ভাষাতেই কথা বলতে পারে, হ্যান্ডশেক করতে পারে এবং গান গাওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের অভিব্যাক্তি প্রকাশের মাধ্যমে মানুষকে বিনোদন দিতে পারে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সফট্ওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়ল লেকচারার জনাব কৌশিক সরকার এবং শিক্ষার্র্থী সামিয়া চৌধুরী।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ

 

 

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ