Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর করুণ বিদায়!

প্রকাশিত: ২৩ জুলাই ২০১৭, ০১:৩৪

 

ঢাবি লাইভ: কক্সবাজারের মেরিনড্রাইভের পাহাড়ি ঝরনায় গোসল করা হলো না সাব্বিরের। অনেকদিনের স্বপ্ন নিয়ে ওই মেধাবী শিক্ষার্থী গিয়েছিল কক্সবাজারের ঝরনায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। হিমছড়ির রংধনু ঝরনার পানিতে নামার কিছুক্ষণের মধ্যেই সাব্বিরের স্বপ্ন তছনছ হয়ে গেল। নিমিষেই তার উপর ধসে পড়ল পাহাড়ের কিছু অংশ। মহুর্তেই তিনি চাপা পড়ে যান। জানাজানি হয়ে যায় আশেপাশে। 

এসময় তার বন্ধুরা এগিয়ে আসলেও তার সন্ধান মিলছিল না। পরে আশেপাশের লোকজনের সহযোগিতায় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হলো না। চিকিৎসক মৃত ঘোষণা করলেন। কান্নার রোল পড়ে যায় হাসপাতালেই। করুণ দৃশ্যের অবতারণা হয় গোটা এলাকায়। জানাজানি হয়ে যায় তার পরিবার ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। 

এ বিষয়ে হিমছড়ি পুলিশ ফাঁড়ির এসআই মোজাম্মেল হক বলেন, শনিবার বিকেল ৪টার দিকে ৭ জন শিক্ষার্থী হিমছড়ির রংধনু ঝরনায় গোসল করতে নামে। এ সময় ঝরনা সংলগ্ন পাহাড়ের একাংশ ধসে পড়লে সাব্বির নিচে চাপা পড়ে। 

নিহত সাব্বির ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২য় বর্ষে অধ্যয়নরত ছিলেন। 

তার বাবার নাম নুরুল আলম বাচ্চু। তাদের বাড়ি ঢাকার উত্তরায় বলে জানা গেছে। নিহত সাব্বিরের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

ঢাকা, ২২ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ