Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

অনশন ভাঙলেও জাবিতে থামেনি আন্দোলন

প্রকাশিত: ১৯ জুলাই ২০১৭, ০২:৩৪

 

লাইভ প্রতিবেদক: মামলার প্রত্যাহারের আশ্বাসে জাবি শিক্ষার্থীরা আমরন অনশন ভাঙলেও তাদের আন্দোলন থামেনি। মঙ্গলবার বেলা ১২টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন 'প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর' ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 

সমাবেশে আগামী ৭ দিনের মধ্যে মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। 

এর আগে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ সমাবেশ করেন আন্দোলনকারীরা। 

সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহ-সভাপতি অলিউর রহমান সানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের আহবায়ক প্রফেসর নাসিম আখতার হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষকদেরকে দিয়ে মিছিল করিয়েছে। আবার সে মিছিলে ঘটনার তদন্ত কমিটির সদস্য সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাই প্রশাসনের পক্ষপাতদুষ্ট এ তদন্ত কমিটি বাতিল করতে হবে। 

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম বলেন, সোমবার প্রশাসন আশ্বাস দিয়েছে তারা মামলা প্রত্যাহার করে নেবে। আগামী সাত দিনের মধ্যে এ মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে। তা না হলে আমরা কঠোর আন্দোলনের দিতে বাধ্য হবো। 

এসময় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, ইতিহাস বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর আনিছা পারভীন জলী, জাবি সাংস্কৃতিক জোটের সভাপতি তৌহিদ হাসান শুভ্র, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, জাবি ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম প্রমুখ উপস্থিত ছিলেন। 

এর আগে গত শনিবার আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা হত্যাচেষ্টা মামলা প্রত্যাহারের দাবিতে ২ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। পরে তাদের সাথে আরও ৬ শিক্ষার্থী যুক্ত হন। 

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর আমির হোসেন এবং কোষাধ্যক্ষ শেখ মঞ্জুরুল হক অনশনরত শিক্ষার্থীদের মামলা নিষ্পত্তির বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে অনশন ভাঙ্গেন শিক্ষার্থীরা। 

প্রসঙ্গত,  গত ২৬ মে সড়ক দুর্ঘটনায় জাবির দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এসময় পুলিশ তাদের উপর হামলা চালায়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসি বাসভবন ভাংচুর ও কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেন। এ ঘটনায় ৪২ শিক্ষার্থীকে পুলিশে দিয়ে ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

ঢাকা, ১৮ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ