Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

যাত্রা শুরু করলো ঢাবি টিভি স্টুডিও

প্রকাশিত: ১৯ জুলাই ২০১৭, ০০:০১

ঢাবি লাইভ: যাত্রা শুরু করলো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টিভি স্টুডিও (ডিইউ টিভি)। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমেূহের মধ্যে এটিই প্রথম টিভি চ্যানেল।

মঙ্গলবার প্রফেসর মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে টিভি স্টুডিও উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের উদ্যোগে সামাজিক বিজ্ঞান ভবনের সাত তলায় এ স্টুডিও প্রতিষ্ঠা করা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. এ জে এম শফিউল আলম ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান রিফফাত ফেরদৌস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিভি স্টুডিও প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরেন বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর হাবিবা রহমান। 

ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষার্থীদের ব্যবহারিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাংকের উচ্চশিক্ষার গুণগত মান প্রকল্পের (হেকেপ) আওতায় এই টিভি স্টুডিও স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দেশের টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পের জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি সৃষ্টি করা সম্ভব হবে। 

তিনি আরো বলেন, প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তির হাতে এই মাধ্যম পরিচালিত হলে সমাজ তথা মানব সভ্যতার উপকার হবে। এটি অদক্ষ ও ভুল লোকের হাতে পড়লে মানব সভ্যতার ক্ষতি হতে পারে। গণমাধ্যম কর্মীদের সর্বদা সত্যনিষ্ঠ থাকতে হবে। 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেন, মিডিয়া ভালো কাজে ব্যবহৃত হয়। কিন্তু মাঝে মাঝে অনেক মিডিয়া অনেক খারাপ কাজেও ব্যবহার হয়। এটা অসত্যকে সত্য করে আবার সত্যকে ধামা চাপা দেয়। সেক্ষেত্রে এই স্টুডিও গণমাধ্যমের ক্ষেত্রে ব্যপক ভূমিকা রাখবে। 

অনুষ্ঠান শেষে পরীক্ষামূলকভাবে একটি টকশো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথিরা অংশগ্রহণ করেন। 

এ টেলিভিশন স্টুডিওতে অত্যাধুনিক সব ব্যবস্থা রয়েছে। স্টুডিও লাইটিং সিস্টেম, লাইটিং কন্ট্রোল রুম, মাস্টার কন্ট্রোল রুম, প্রোডাকশন কন্ট্রোল রুম, সেন্ট্রাল ইকুইপমেন্ট রুম, তিনটি এডিট প্যানেল, মেকআপ রুম রয়েছে।

 

ঢাকা, ১৮ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ