Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

উল্টোপথে জবির বাস : পুলিশ সার্জেন্টকে মারধরে তোলপাড়

প্রকাশিত: ১৮ জুলাই ২০১৭, ১৯:২৩

লাইভ প্রতিবেদক : রাজধানীর বাংলামোটরে পুলিশ সার্জেন্টের ওপর হামলা চালিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বহনকারী বাস উল্টোপথে যেতে না দেয়ায় ওই হামলার ঘটনা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডিএমপি মিডিয়া সেন্টারের উপ কমিশনার মাসুদুর রহমান জানান, ওই ঘটনায় মামলা দায়ের করা হবে।

এর আগে সোমবার বিকাল ৫টায় শাহবাগের দিক থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি দোতলা বাস বাংলামোটর মোড়ে গিয়ে থামে। এ সময় কয়েকজন ছাত্র কারওয়ান বাজারের (সোনারগাঁও ক্রসিং) দিক থেকে শাহবাগগামী গাড়িগুলোকে থামিয়ে দোতলা বাস দু'টিকে উল্টো দিকে নেয়ার চেষ্টা করেন। তখন সেখানে কর্তব্যরত সার্জেন্ট উল্টো পথে যেতে বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাস থেকে আরও কয়েকজন ছাত্র নেমে সার্জেন্টকে মারধর শুরু করে। অবশ্য কিছু শিক্ষার্থী হামলাকারীদের থামানোর চেষ্টা করে।

এসময় আরেক সার্জেন্ট দ্রুত মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ শুরু করলে ছাত্ররা বাসে ফিরে যান। তখন বাস দু'টি সোজা পথেই কারওয়ান বাজারের দিকে চলে যায়। এঘটনায় নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। যাতে অনেক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এহেন আচরণের সমালোচনা করেছেন।

 

ঢাকা, ১৮ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ