Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মামলা প্রত্যাহারের আশ্বাসে জাবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার

প্রকাশিত: ১৮ জুলাই ২০১৭, ০৩:২২

 

লাইভ প্রতিবেদক: জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের মামলা প্রত্যাহারের আশ্বাসে আমরন অনশন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। 

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রো-ভিসি প্রফেসর মো. আমির হোসেন শিক্ষার্থীরদেরকে পানি পান করিয়ে অনশন ভাঙান। 

এ বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম বলেন, শিক্ষক সমিতির মধ্যস্থতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা প্রত্যাহারের বিষয়ে উদ্যোগ গ্রহণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অনশন প্রত্যাহার করে নেন। 

এসময় উপস্থিত শিক্ষার্থীদের আশ্বস্ত করে বক্তব্য দেন প্রো-ভিসি আমির হোসেন। এ সময় মামলা নিষ্পত্তির ব্যাপারে সহযোগিতা করা হবে জানিয়ে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকও বক্তব্য দেন।

এ সময়  বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর শেখ মো. মনজুরুল হক, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ফরিদ আহমদ, সাধারণ  সম্পাদক অ্যাসোসিয়েট প্রফেসর ফরিদ আহমেদ, প্রক্টর প্রফেসর তপন কুমার সাহা বিভিন্ন বিভাগের শিক্ষক এবং আন্দোলনকারীদের পক্ষে প্রফেসর নাসিম আখতার হোসাইন, অ্যাসোসিয়েট প্রফেসর রায়হান রাইন, অ্যাসিসট্যান্ট প্রফেসর আনিছা পারভীন জলী প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, গত ২৬ মে ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হলে প্রতিবাদে পরের দিন ২৭ মে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। একপর্যায়ে সড়ক অবরোধকারী শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা, গুলি, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে অবস্থিত কার্যালয়ে ভাঙচুর চালায়। এ ঘটনায় আন্দোলনকারী ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গত শনিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে বসেন ইংরেজি বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী সরদার জাহিদ। বিকেলে তাঁর সঙ্গে যোগ দেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী পূজা বিশ্বাস। পরে তাঁদের সঙ্গে আরো ছয় শিক্ষার্থী যোগ দেন। অনশন করতে গিয়ে তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।

 

ঢাকা, ১৭ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ