Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবি সূর্যসেন হলের সুবর্ণজয়ন্তী উদযাপন প্রস্তুতি সভা

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বার ২০১৬, ১০:৪৬

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হলের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির একটি ওয়েবসাইট উদ্বোধন করেন।

উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, সিনিয়র সচিব (পানি সম্পদ) ড. জাফর আহমেদ খান, তথ্যপ্রযুক্তিবিদ মোস্তফা জাব্বার, অ্যাডভোকেট আফজাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নূর আলী, সূর্যসেন হলের সাবেক ভিপি সিরাজুম মুনীর প্রমুখ।

সভায় আগামী ২৮ জানুয়ারি ২০১৭ শনিবার বর্ণাঢ্যভাবে সূর্যসেন হলের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য হলের প্রাক্তন শিক্ষার্থীদের দুই হাজার টাকা ফি দিয়ে নিবন্ধন করার এবং র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ, গুণীজন সংবর্ধনা, প্রামাণ্যচিত্র নির্মাণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাবেক শিক্ষার্থীদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের মেলামেশার সুযোগ সৃষ্টি হয়। অ্যালামনাই সদস্যরা তাদের মাতৃসম বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখে, সেটাই বিশ্বজুড়ে প্রচলিত ও স্বীকৃত একটি প্রথা।

আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা সে কাজ করছেন। সূর্যসেন হলের সুবর্ণজয়ন্তী সফল করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে ভিসি আশ্বাস দেন।


ঢাকা, ২৪ সেপ্টেম্বর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ