Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৭, ০২:০৭



গণবি লাইভ: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে রবিবার (১৬ জুলাই) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের গঠনতন্ত্র (খসড়া) নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন তৃতীয় ছাত্র সংসদ নির্বাচন কে সামনে রেখে সংশোধিত এ গঠনতন্ত্র প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বেলা আড়াইটায় একাডেমিক ভবনের ৪১৭ নং কক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের উপদেষ্টামণ্ডলী ও সাধারণ শিক্ষার্থীদের সভায় অনুষ্ঠিতব্য ছাত্র সংসদ নির্বাচনের সংশোধিত গঠনতন্ত্র পড়ে শোনান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ উপদেষ্টা ও পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা আলী ।

এসময় গণ বিশ্ববিদ্যালয়ের ভিসি ডাঃ লায়লা পারভিন বানু, রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন হাসিন অনুপমা আজহারী, ছাত্র সংসদ উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় ছাত্র সংসদ উপদেষ্টা মীর মুর্তজা আলী জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম গতিশীল করা, অরাজনৈতিক ছাত্র নেতৃত্ব সৃষ্টি করা, উন্নত শিক্ষা কার্যক্রম সৃষ্টিতে এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে গণ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাহায্য করা, ছাত্রদের আর্থিক ও মানসিক সমস্যা নিরসন এবং ছাত্র-শিক্ষক সম্পক উন্নয়ন এবং ছাত্রদের অভিযোগ সম্পর্কে বিভাগের মাধ্যমে উপদেষ্টা পরিষদের দৃষ্টি আকর্ষণ করা এ নির্বাচনের লক্ষ্য।

গণ বিশ্ববিদ্যালয়ে পড়া-লেখার পাশাপাশি কো-কারিকুলাম হিসাবে শিক্ষার্থীদের সার্বিক উৎকর্ষ সাধনের জন্য নিয়মিত খেলাধুলা, শরীর চর্চা ও প্রদর্শনী, আবৃতি, সংগীত, বিতর্ক ও সেমিনার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগকে নিজস্ব বাংলা বা ইংরেজি সাহিত্য সাময়িকী প্রকাশসহ কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে প্রতি বৎসর এক বা একাধিক সাহিত্য পএিকা প্রকাশ এবং এ কর্মকান্ডের সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণে কেন্দ্রীয় ছাত্র সংসদ মূল ভূমিকা পালন করবে।

গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের মেয়াদকাল হবে ২ বছর। তবে বিশেষ কারণে বা পরিস্হিতিতে সংসদের সভাপতি উপদেষ্টা কমিটির সভার মাধ্যমে সংসদের কর্মকান্ড বিলুপ্ত করতে পারবেন।

গণ বিশ্ববিদ্যালয়ের বর্তমানে পরিচালিত নিম্নোক্ত বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে ২৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্য নির্বাহী পরিষদ গঠিত হইবে। এটি একটি অরাজনৈতিক ছাত্র সংসদ যা কোন দলীয় রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হইবে না।

উল্লেখ্য, বেসরকারী বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে একমাত্র গণ বিশ্ববিদ্যালয়ে রয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ।

 

ঢাকা, ১৬ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ