Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে মামলা: মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ১৫ জুলাই ২০১৭, ০৫:৪৩

 

লাইভ প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ড. ফাহমিদুল হকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ লেখক ঐক্যের উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা ড. ফাহমিদুল হকের বিরুদ্ধে ৫৭ ধারায় দায়ের করা মামলা ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করার সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ লেখক ঐক্য। নির্ধারিত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না করলে মামলা দায়েরকারী শিক্ষককে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানানো হয়েছে। 

লেখক ঐক্যের সভাপতি রাখাল রাহা বলেন, আমরা মনে করি ফাহমিদুল হকের যে প্রতিবাদী চরিত্র, তা রোধ করার জন্যই এটি করা হয়েছে। যে সহকর্মী আরেক সহকর্মীর বিরুদ্ধে এমন একটি ঘৃণ্য ধারায় মামলা করতে পারে, সেই মামলাবাজ ব্যক্তি নিজেকে কখনোই শিক্ষক পরিচয় দিতে পারে না। কেননা এর মাধ্যমে সে শিক্ষক পরিচয় দেয়ার যোগ্যতা হারিয়েছে। তাই দ্রুত এই মামলা তুলে নেয়ার জন্য আমরা তাকে তাকে আহ্বান করছি। অন্যথায় তার বিরুদ্ধে লেখক সমাজের উদ্যোগে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। 

সংগঠনের সাধারাণ সম্পাদক শওকত হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হকের প্রতিবাদী লেখনি ও কর্মকাণ্ড রোধ করার হীন উদ্দেশ্যে তার নামে ৫৭ ধারায় মামলা করা হয়েছে। তাই খুব দ্রুত সময়ের মধ্যে এই ঘৃণ্য আইনে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। 

আয়োজক সংগঠনের সভাপতি, সাধারাণ সম্পাদক ছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন লেখক ও মানবাধিকার কর্মী হাসনাত কাইয়ুম, জাকিয়া শিশির, ইমরান মোহন, চঞ্চল আশরাফ, ইফতেখার আহমেদ বাবু প্রমুখ। 

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্স শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশে বিলম্ব হওয়ার বিষয়কে কেন্দ্র করে ফেসবুকের একটি ‘ক্লোজ গ্রুপে’ মতামত প্রকাশ করেন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ফাহমিদুল হক। এর জের ধরে তার বিরুদ্ধে বৃহস্পতিবার ৫৭ ধারায় মামলা করেন একই বিভাগের প্রফেসর আবুল মনসুর আহমেদ।

 

ঢাকা, ১৪ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ