Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শেকৃবির বাজেট ঘোষণা

প্রকাশিত: ১৪ জুলাই ২০১৭, ২৩:৪৯

 

লাইভ প্রতিবেদক: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭৫ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা এবং ভৌত অবকাঠামো উন্নয়নের পরিকল্পনাকে বিবেচনায় নিয়ে ২০১৭-১৮ অর্থবছরের এই বাজেট ঘোষণা করা হয়। 

শুক্রবার সকাল ১০টায় ভিসি সম্মেলন কেন্দ্রে ভিসি প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে সিন্ডিকেটের ৮২তম সভায় এ বাজেট অনুমোদিত হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগ বাজেট উপস্থাপন করেন। 

ভিসি প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, বাজেটে সরকারের নিয়মনীতি সমুন্নত রেখে এবং সীমিত সম্পদের সদ্ব্যবহার করে একাডেমিক উন্নয়নে শিক্ষা, আনুষঙ্গিক ও ছাত্র-ছাত্রী সহায়ক তহবিলের বরাদ্দ বাড়ানো হয়েছে।

এছাড়া অপচয় রোধ এবং আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, এবারের এ বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (বিমক) সরকারি অনুদান হিসাবে ৬৮ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। অবশিষ্ট ৭ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সূত্র থেকে আয় ধার্য করা হয়েছে। 

বাজেটে বেতন ভাতাদি খাতে ৫৫ কোটি ৩৫ লাখ টাকা, সাধারণ আনুষাঙ্গিক খাতে ৭ কোটি ১৭ লাখ টাকা, শিক্ষা আনুষঙ্গিক খাতে ৫ কোটি ৮০ লাখ টাকা, পেনশন খাতে ৪ কোটি টাকা, মেরামত সংরক্ষণ ও পুনর্বাসন খাতে ১ কোটি টাকা ও সম্পদ সংগ্রহ বা ক্রয় খাতে ২ কোটি ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। গবেষণা প্রকল্প ব্যয় ধরা হয়েছে মাত্র ৫০ লাখ টাকা।

 

ঢাকা, ১৪ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ