Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আইইউবিতে ‘একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের বাস্তবতা’ শীর্ষক সেমিনার

প্রকাশিত: ১৪ জুলাই ২০১৭, ০৪:১৭


লাইভ প্রতিবেদক: ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি, বাংলাদেশ (আইইউবি) তে ‘একবিংশ শতাব্দী: কম্পিউটারের বৈশ্বিক অধিগ্রহন’ শীর্ষক বিজ্ঞান-বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


ওই সেমিনারে বক্তব্য রাখেন বিশিষ্ট পদার্থবিদ, গবেষক ও মার্কিন যুক্তরাষ্ট্রের এ্যালগনি কলেজের প্রফেসর শফিকুর রহমান।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ঢাকার বসুন্ধরা ক্যাম্পাসে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।


প্রফেসর শফিকুর রহমান যুক্তরাস্ট্রের আরগন ন্যাশনাল ল্যাবরেটরী ও কর্ণেল ন্যাশনাল সুপার কম্পিউটার সেন্টারে গবেষণা করা ছাড়াও যুক্তরাস্ট্রের প্রসিদ্ধ গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন এবং হাওয়ার্ড হেগ মেডিক্যাল ইন্সটিটিউটের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন ধরনের গবেষণা পরিচালনা করেছেন। উদ্ভাবনী মূলক শিক্ষকতার স্বীকৃতি হিসেবে তিনি ৩ বার ডেমলার এ্যাওয়ার্ড লাভ করেন।


প্রফেসর শফিকুর রহমান তাঁর বর্ক্তৃতায় কোয়ান্টাম টেলিপোর্টেশন, কম্পিউটিং এবং তথ্যপ্রযুক্তির নানা তত্ব সহজ ভাষায় আমন্ত্রিত অতিথি ও ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরেন।


সবাইকে স্বাগত জানিয়ে আইইউবি-র বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব রাশেদ চৌধুরী বলেন, পদার্থবিজ্ঞান ও কম্পিউটার হচ্ছে বর্তমান কালের সবচেয়ে কৌতুহলের বিষয় যা মানবজীবনের অবিচ্ছেদ্য অংশে পরিনত হয়েছে।


আইইউবি-র ভিসি প্রফেসর এম ওমর রহমান শিক্ষার্থীদের এই দূর্লভ সুযোগকে কাজে লাগিয়ে প্রফেসর শফিকুর রহমানের উপস্থাপনা থেকে সম্যক জ্ঞান অর্জনে ছাত্র-ছাত্রীদের আহবান জানান।


অনুষ্ঠানের শুরুতে আইইউবি-ও স্কুল অফ কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদেও ডীন প্রফেসর শাহরিয়ার খান বিশ্বে পদার্থ বিজ্ঞান নিয়ে গবেষণায় সত্যেন্দ্রনাথ বসু থেকে শুরু কওে সামপ্রতিক কালে অধ্যাপক জাহিদ হাসান পর্যন্ত বাংলাদেশী পদার্থবিজ্ঞানীদেও অবদানের কথা তুলে ধরেন।


অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন আইইউবি-ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আরশাদ মোমেন।
আইইউবি-ও প্রতিষ্ঠাতা ট্রাস্টিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রফেসর ও গবেষকগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ঢাকা, ১৩ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ