Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ১৪ জুলাই ২০১৭, ০১:০০

জাবি লাইভ: শিক্ষার্থীদের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে “প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর” এই ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল  ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার  বিশ্ববিদ্যালয়ের  সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি টারজান, শহীন মিনার, পরিবহন চত্ত্বর, চৌরঙ্গী, পুরাতন কলা ভবন, সালাম বরকত হলের সামনে দিয়ে বঙ্গবন্ধু হল ঘুরে বটতলায় গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। 

সমাবেশে প্রত্নতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও মামলার এজাহার ভুক্ত নারী আসামী কাব্য কৃত্তিকার সঞ্চালনায় ইংরেজি বিভাগের শিক্ষার্থী ওলিউর রহমান সান, সরদার জাহিদ, জেবা, মামলার আসামী ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মো. দিদার ছাড়াও দর্শন বিভাগের শিক্ষার্থী আয়েশা বক্তব্য রাখেন। 

বক্তব্যকালে তারা পুলিশ কতৃক নারী শিক্ষার্থীদের নির্যাতনের বর্ণনা দেন। এছাড়া তারা ভিসি ম্যামের উদ্দেশ্য বলেন, আপনি একজন নারী হয়ে কিভাবে ১০-১২ জন নারী শিক্ষার্থীকে গভীর রাতে পুলিশের হাতে তুলে দিতে পারলেন? 

এছাড়া বক্তারা ক্যাম্পাসের মধ্যে পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শিক্ষার্থীদের আহত করার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে বলেন, যারা পুলিশের হামলায় আহত হয়ে হাসপাতালে অবস্থান করেছিলেন তাদের নামেও মামলা হয়েছে। সুতরাং কাঁঠাল ছোঁড়া ও ফুলের টব ভাঙার অপরাধে যে হত্যা চেষ্টার মামলা দেওয়া হয়েছে তা নিঃসন্দেহে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। 

ইংরেজি বিভাগের শিক্ষার্থী ওলিউর রহমান সান বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারী দিয়ে বলেন, সাধারণ শিক্ষার্থীদের নামে আপনারা মিথ্যা মামলা দিয়ে যে পাপ করেছেন, সেই পাপের ফল কখনোই শুভ হবে না। এছাড়া ঘটনার দিন উপস্থিন না থেকেও অনেক শিক্ষার্থীর নামে মিথ্যা মামলা দেওয়ায় প্রশাসনকে তিনি ধিক্কার জানান।

 

ঢাকা, ১৩ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ