Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘মানসম্পন্ন জাতি গঠনের ক্ষেত্রে শিক্ষাই একমাত্র হাতিয়ার’

প্রকাশিত: ১২ জুলাই ২০১৭, ০৫:১০

 

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, পরিকল্পিত পরিবার ও মানসম্পন্ন জাতি গঠনের ক্ষেত্রে শিক্ষাই একমাত্র হাতিয়ার। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পপুলেশন সায়েন্সেস বিভাগ আয়োজিত ‘ ফ্যামিলি প্লানিং: এমপাওয়ারিং পিপুল, ডেভলপিং নেশনস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউএনএফপিএ’র সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করা হয়। 

আরেফিন সিদ্দিক তিনি বলেন, যথাযথ শিক্ষাই সবচেয়ে বড় জন্মনিরোধকের ভূমিকা পালন করতে পারে। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার প্রাথমিক স্তর থেকেই বাল্য বিয়ের কুফল ও জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ক পাঠক্রম অন্তর্ভুক্ত করতে হবে।

পপুলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান ড. মো: আমিনুল হকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. এ জে এম শফিউল আলম ভূইয়া এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলেশন সায়েন্সেস বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম নূর-উন-নবী। সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিভাগের লেকচারার নুশরাত জাফরিন। 

ভিসি বলেন, শিক্ষিত পরিবারে বাল্য বিয়ের হার অনেক কম। শুধু জন্মনিয়ন্ত্রন সামগ্রী বিতরণ করে জনসংখ্যা বৃদ্ধির হার কমানো সম্ভব নয়। এজন্য ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে জনসংখ্যা কার্যক্রমের সমন্বয় সাধনের মাধ্যমে এক্ষেত্রে সফলতা অর্জন সম্ভব বলে তিনি মন্তব্য করেন। 

অনুষ্ঠানে ‘ফ্যামিলি প্লানিং : এমপাওয়ারিং পিপুল, ডেভলপিং নেশনস’ শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে পপুলেশন সায়েন্সেস বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

 

ঢাকা, ১১ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ