Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ১২ জুলাই ২০১৭, ০১:২৮



গণবি লাইভ: মানসম্মত ও ফলপ্রসূ পাঠদানের লক্ষ্যে সাভার গণ বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের উদ্যোগে “শিক্ষণ পরিকল্পনা, মূল্যায়ন ও পাঠ্যক্রম বিষয়ে” শিক্ষকদের তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা Training on Teaching Planning, Learning Assessment & Curriculum) শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. লায়লা পারভীন বানু প্রধান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন এবং পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী।

কর্মশালায় সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজার রহমান। 

তিনদিনের প্রশিক্ষণ কর্মশালার প্রথমদিনে মালয়েশিয়া পার্লিস (মালয়েশিয়া) বিশ্ববিদ্যালয়ের সহকারী ভিসি ড. জুরাইদা মোহাম্মদ জেইন শিক্ষকদের ফলাফল ভিত্তিক শিক্ষা (ওবিই), পাঠ পরিকল্পনা এবং পাঠ পরিকল্পনার ধারাবাহিকতা উপর প্রশিক্ষণ দেন।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪৭ জন শিক্ষক এতে অংশ নেন। প্রশিক্ষণের পাশাপাশি কোর্সের উপর অংশগ্রহণকারীদের কাছ থেকে প্রতিক্রিয়া নেন তিনি। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫ পর্যন্ত চলা এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে আগামী ১৩ জুলাই।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন বলেন, পাঠদানে উন্নতির জন্য আগামীতে এমন আরো কর্মশালার ব্যবস্থা করা হবে”।

উচ্চ শিক্ষার মানোন্নয়নের জন্য বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অধীনে গণ বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় শিক্ষকদের জন্য আয়োজন করা হয় এ প্রশিক্ষণের।

 

ঢাকা, ১১ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ