Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আইইউবি-র বাণিজ্য অনুষদের আর্ন্তজাতিক স্বীকৃতি প্রদান

প্রকাশিত: ৯ জুলাই ২০১৭, ২৩:১০


লাইভ প্রতিবেদক: ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি, বাংলাদেশ (আইইউবি)-র বাণিজ্য অনুষদের সকল শিক্ষা কার্যক্রম সম্প্রতি এ্যাক্রিডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুলস এ্যান্ড প্রোগ্রামস্ (এসিবিএসপি)-র স্বীকৃতি সনদ অর্জন করেছে।


সম্প্রতি আমেরিকাতে অনুষ্ঠিত সনদ প্রদান অনুষ্ঠানে এসিবিএসপি-র চিফ এ্যাক্রিডিটেশন অফিসার ড. স্টিভ পারস্কেল বলেন, শিক্ষা কার্যক্রমের আর্ন্তজাতিক এই স্বীকৃতি অর্জনের মাধ্যমে আইইউবি শিক্ষাপ্রদানে উৎকর্ষতা এবং শিক্ষাকার্যক্রমে মানউন্নয়নের ক্ষেত্রে সার্বিক অঙ্গীকার প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।


১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এসিবিএসপি একমাত্র প্রতিষ্ঠান যা সারাবিশ্বের স্নাতক থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত, যে কোন ব্যবসায় শিক্ষাকার্যক্রমের গুণগতমানের স্বীকৃতি প্রদান করে থাকে।

এই সনদ নিশ্চয়তা প্রদান করে যে, শিক্ষা ও শিক্ষণ কার্যক্রমে আইইউবি-র স্কুল অফ বিজনেস পরিচালিত স্নাতক ও স্নাতকোত্তর প্রতিটি কোর্সে এসিবিএসপি নির্ধারিত শিক্ষার গুনগত মান কঠোর ভাবে অনুসরণ করা হচ্ছে।


শিক্ষাক্ষেত্রে অগ্রগতি নির্ধারণে স্বীকৃত আর্ন্তজাতিক মডেল বল্ডরিজ এডুকেশন ক্রাইটেরিয়া অনুসারে এসিবিএসপি নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা, সংশ্লিস্ট বিভিন্ন পক্ষের সাথে সর্ম্পক, কর্মসূচীর গুনগত মান, শিক্ষকদের মান ও গ্রহনযোগ্যতা এবং শিক্ষা সহায়তার ভিত্তিতে মূল্যায়ন করে যে, সংশ্লিস্ট শিক্ষা কার্যক্রম কঠোর মান অনুসরন করে ক্রমাগত মানের উন্নয়ন ঘটাতে সক্ষম হচ্ছে কি-না। এসিবিএসপি এযাবৎ বিশ্বের ৬০ টি দেশের ১২০০ বিজনেস প্রোগ্রামকে স্বীকৃতি প্রদান করেছে।


এসিবিএসপির লক্ষ হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়সমূহের বিজনেস প্রোগ্রামকে উন্নয়নে সহায়তা করা এবং শিক্ষাপ্রদানের গুণগত মান উন্নয়ন। এসিবিএসপি এসোসিয়েট, স্নাতক , স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যন্ত বিজনেস, একাউন্টিং এবং বানিজ্যের বিভিন্ন প্রোগামকে মানগত স্বীকৃতি প্রদান করে। ২০০১ এবং ২০১১ সালে কাউন্সিল ফর হায়ার এডুকেশন স্বীকৃত এসিবিএসপি সর্বপ্রথম ডিগ্রী পর্যায়ের সকল ক্ষেত্রে বিশেষায়িত স্বীকৃতি প্রদান করা শুরু করে।

 

ঢাকা, ০৯ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ