Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে প্রশাসনিক কর্মকর্তা পদে চাকরি পেল রবিউলের স্ত্রী

প্রকাশিত: ৮ জুলাই ২০১৭, ০৩:০৫

 

লাইভ প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) প্রশাসনিক কর্মকর্তা পদে চাকরি দেয়া হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল করিমের স্ত্রী উম্মে সালমাকে। 

রবিউল ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন। এর আগে তৃতীয় শ্রেণির উচ্চমান সহকারী পদে নিয়োগ দেয়ায় সমালোচনার সৃষ্টি হলে তা প্রত্যাহার করে তাকে প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গত ১ জুলাই পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল করিমের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এতে আরো বলা হয়, সামাজিক দায়বদ্ধতা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি অনুসরণ করে রবিউল করিমের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

পরে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের সই করা অফিস আদেশে বলা হয়, উম্মে সালমাকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার অফিসের উচ্চমান সহকারী পদে মাস্টাররোল ভিত্তিতে (কাজ করলে মজুরি) দৈনিক ৫২৫ টাকা মজুরিতে ৯০ দিনের জন্য নিয়োগ দেওয়া হয়। 

খোঁজ নিয়ে জানা যায়, পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল করিমের স্ত্রী উম্মে সালমার স্নাতকোত্তর শ্রেণিতে প্রথম শ্রেণি, স্নাতকে দ্বিতীয় শ্রেণি এবং এসএসসি ও এইসএসসিতে প্রথম বিভাগ রয়েছে। সেই অনুযায়ী প্রথম শ্রেণির প্রশাসনিক কর্মকর্তা পদের জন্য মৌখিক পরীক্ষায় অংশ নেন তিনি। 

পরে তৃতীয় শ্রেণিতে অস্থায়ী ভিত্তিতে তাঁকে নিয়োগ দেওয়া হলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। 

ভিসি প্রফেসর ফারজানা ইসলাম বলেন, অভিজ্ঞতা ছাড়া সরাসরি প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ দেওয়ার নিয়ম না থাকায় তাঁকে উচ্চমান সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে রবিউলের প্রতি সম্মান দেখিয়ে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় তাঁকে অস্থায়ী ভিত্তিতে চাকরি দেওয়া হয়েছে।

 

ঢাকা, ০৭ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ