Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জবির ১০৪ কোটি ৫৬ লাখ টাকার বাজেট অনুমোদন

প্রকাশিত: ৭ জুলাই ২০১৭, ০৪:১৫

 

লাইভ প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ অর্থবছরের বাজেট (অনুন্নয়ন) ১০৪ কোটি ৫৬ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মীজানুর রহমানের সভাপতিত্বে অর্থ কমিটির ৫১তম সভায় এ বাজেট অনুমোদন করা হয়। 

এদিকে প্রথমবারের মত জগনাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট ১০০ (একশত) কোটি টাকা অতিক্রম করায় মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে ধন্যবাদ জানানো হয়। 

অর্থ কমিটির ৫১তম সভায় জগনাথ বিশ্ববিদ্যালয়র সিন্ডিকট সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়র অর্থনীতি বিভাগর শিক্ষক প্রফেসর ফরিদ উদ্দিন আহমদ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বিশ্ববিদ্যালয়) মো. বেলায়ত হোসেন তালুকদার এবং বাংলাদশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক (অর্থ ও হিসাব) মো. মিজানুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, এবার বাজটে গবেষণা খাতে ১ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে, যা বিগত অর্থবছরর তুলনায় ১২০% বৃদ্ধি পেয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম অধিকতর ত্বরান্বিত হবে। সেমিনার ও কনফারেন্স খাতে বাজেট ৩০০% বৃদ্ধি করা হয়েছ। 

ছাত্র-ছাত্রীদর যাতায়াতর জন্য ২০১৭-১৮ অর্থবছর বিশ্ববিদ্যালয়র আরো পাঁচটি ৫২ সিটের নতুন বাস ক্রয়ের জন্য প্রয়াজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়ছ। এতে ছাত্র-ছাত্রীদর যাতায়াতর সমস্যা অনেকাংশে লাঘব হবে। 

ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ খাতে বাজট ২০০% বৃদ্ধি পেয়েছে। এর ফলে ছাত্র-ছাত্রীদর মেধা বিকাশ ও উৎসাহ বৃদ্ধি পাবে। 

বইপত্র ও সাময়িকী খাতে বাজেট ১৯% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও রাসায়নিক দ্রব্যাদি ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয় খাতে বাজেট ৮২% বৃদ্ধি পেয়েছে এবং একাডমিক শিক্ষা উপকরণ খাতে ২৭৫% বৃদ্ধি পেয়েছে। 

জবি জনসংযোগ ও প্রকাশন দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

ঢাকা, ০৬ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ