
বুয়েট লাইভ: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ডাস্টবিন থেকে এক ছেলে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের ডাচ্–বাংলা ব্যাংকের পাশের ডাস্টবিন থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) দীপক বালা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আমরা সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে বুয়েটের ডাচ-বাংলা ব্যাংকের পাশে ডাস্টবিন থেকে একটি ছেলে নবজাতককে উদ্ধার করি। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দীপক বালা জানান, কে বা কারা ওই নবজাতককে ফেলে রেখে গেছে বিষয়টি জানার চেষ্টা চলছে। সিসি ফুটেজ দেখে ওই ঘাতককে শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঢাকা, ২৭ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএফ
আপনার মূল্যবান মতামত দিন: