Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে নজরুল কুইজ প্রতিযোগিতা আজ

প্রকাশিত: ২৫ মে ২০২৩, ১৭:৪৮

জাবিতে নজরুল কুইজ প্রতিযোগিতা আজ

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে কুইজ সোস্যাইটি এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নজরুল কুইজ - ২০২৩’ । প্রতিযোগিতাটির সার্বিক সহায়তায় থাকছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র - শিক্ষক কেন্দ্র।

আজ বৃহস্পতিবার (২৫ মে) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ১৩১ নং গ্যালারিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা জন্যে কুইজের রেজিস্ট্রেশন ফ্রি। এছাড়াও প্রতিযোগীতায় বিজয়ী প্রথম তিন জনের জন্য পুরষ্কার হিসেবে থাকছে বই।

এ বিষয়ে অনুষ্ঠানটির আহবায়ক ওয়াসিফ ফুয়াদ বলেন,‘বর্তমান সময়ের প্রেক্ষিতে আমাদের শিক্ষার্থীদের জ্ঞানের পরিসর বৃদ্ধি এবং নিজেদেরকে আরো সচেতন ও গতিশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে জ্ঞানচর্চার বিকল্প নেই। তাই একাডেমিক শিক্ষার পাশাপাশি আমাদের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করতে আমরা ক্যাম্পাসের কিছু তরুণ ও বর্তমান শিক্ষার্থী সম্মিলিত ভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আসন্ন নজরুল জয়ন্তী উপলক্ষে আমরা 'নজরুল জয়ন্তী কুইজ প্রতিযোগিতা' আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছি। যেখানে ক্যাম্পাসের বর্তমান শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ আশা করছি।’

উল্লেখ্য, প্রতি সপ্তাহের সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র - শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে কুইজ সোস্যাইটির সাপ্তাহিক সেশন অনুষ্ঠিত হয়। বর্তমানে সংগঠনটির নবীন সদস্য গ্রহণ কর্মসূচি চলছে।

ঢাকা, ২৫ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআর//এমএফ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ