Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
কর্তৃক্ষের মামলা

ভিসির সই নকল করে যা করলো জবি ছাত্র!

প্রকাশিত: ২৪ মে ২০২৩, ২২:১৫

ভিসি সই নকল করে যা করলো জবি ছাত্র!

জবি লাইভ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে বিভাগ পরিবর্তনের জন্য উপাচার্য, রেজিস্ট্রার ও বিভাগের চেয়ারম্যানের সই-সিল নকল করার অভিযোগ উঠেছে । এ বিষয়ে কোতয়ালি থানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি মামলা করেছে।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম সবুজ আহমেদ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র।

অভিযোগ থেকে জানা যায়, ওই শিক্ষার্থী বিভাগ পরিবর্তনের জন্য নিজেকে হিন্দু দাবি করে নিজেই একটি আবেদন লেখেন। সেই আবেদনে আবার উপাচার্য, রেজিস্ট্রার ও বিভাগীয় চেয়ারম্যানের সই নকল করে নিজেই দেন। এরপর নকল সই ও সিল সম্বলিত সেই আবেদনটি জমা দেন কলা অনুষদের ডিন অফিসে।

বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন রইছ উদ্দীন আহমেদ আবেদনটি যাচাই করতে গেলে জাল সইয়ের বিষয়টি ধরা পরে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ঘটনা সামনে আসার পর এই শিক্ষার্থীকে প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, শাহবাগ থেকে উপাচার্য, রেজিস্ট্রার, চেয়ারম্যানের নকল সিল বানিয়ে আনেন। এরপর জাল সই দিয়ে বিভাগ পরিবর্তনের জন্য ডিন বরাবর আবেদন করেন।

প্রক্টর আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে বহিষ্কারের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে কলা অনুষদের ডিন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক রইছ উদ্দীন বলেন, ‘বিভাগ পরিবর্তনের জন্য রেজাল্ট প্রকাশ করার সময় বিষয়টি আমার সামনে আসে। ডেপুটি রেজিস্ট্রারের কাছে আবেদন গেলে তিনি সন্দেহ হলে আমাকে জানান। এরপর তার সব কাগজপত্র চেক করে দেখা যায়, সেখানে জাল সই ও সিল দেওয়া।’

ঢাকা, ২৪ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএফ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ