Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

১৫৮ কোটি ৭৫ লাখ টাকার বাজেট বরাদ্দ পেল জবি

প্রকাশিত: ২৪ মে ২০২৩, ২১:৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি লাইভ: ২০২৩-২০২৪ অর্থবছরে ১৫৮ কোটি ৭৫ লাখ টাকার বাজেট বরাদ্দ পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। রবিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায় এই বাজেট অনুমোদিত হয়।

আসন্ন অর্থবছরে বাজেট বরাদ্দপ্রাপ্তির তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ২০২৩-২৪ অর্থবছরের পরিচালন ব্যয় নির্বাহে পাচ্ছে ৮৫৩ কোটি ৮০ লাখ টাকা। বাজেটের আকার বিবেচনায় সপ্তম অবস্থানে রয়েছে জবি।

দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)।
বিশ্ববিদ্যালয়গুলোর বরাদ্দ বাজেটের পরিমাণ যথাক্রমে রাবির ৪৭৯ কোটি ২১ লাখ টাকা, চবির ৩৯৮ কোটি ৪৩ লাখ টাকা, জাবির ২৯৪ কোটি ১৬ লাখ টাকা, ইবির ১৭২ কোটি ৪১ লাখ টাকা ও খুবির ১৬০ কোটি ৯৭ লাখ টাকা।

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বাজেট বরাদ্দ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ সর্বোচ্চ কৃচ্ছ্রসাধনের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি।

ঢাকা, ২৪ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএফ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ