Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে দায়িত্ব পেলেন নতুন দুই সহকারী প্রক্টর

প্রকাশিত: ১৮ মে ২০২৩, ০১:৩৬

নতুন দুই সহকারী প্রক্টর

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সহকারী প্রক্টরের দায়িত্ব দেয়া হয়েছে নতুন দুই শিক্ষককে। তারা হলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক রওশন আরা আঁখি ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক তানভীর আহমেদ।

বুধবার (১৭মে) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, নির্ধারিত ২জন শিক্ষককে যোগদানের তারিখ হতে ২ বছরের জন্য সহকারী প্রক্টর নিয়োগ করা হলো। তাঁরা প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রভাষক তানভীর আহমেদ বলেন, "এই পদে যোগ্য মনে করেছেন বলেই উপাচার্য মহোদয় আমাকে এই দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব পালনের জন্য শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন। আশা করি সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা যেন বজায় থাকে সে জন্য যথাযথভাবে কাজ করে যাব।"

ঢাকা, ১৭ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ