Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় ছাত্রীকে হলছাড়া করার হুমকি

প্রকাশিত: ১৪ মে ২০২৩, ০৩:৩৮

অভিযুক্ত দুই ছাত্রলীগ নেত্রী

জবি লাইভ: ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের দুই ছাত্রীকে সিট ছেড়ে দেওয়ার জন্য হুমকির অভিযোগ উঠেছে দুই ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগী দুই ছাত্রীর নাম- আদুরি আক্তার ও শাহনাজ খাতুন। তারা উভয়ই বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রী। একই হলের আবাসিক ছাত্রী ও শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজির কর্মী ছাইরা ছামছি নিপুন ও নাজমুন নাহার স্বর্ণাসহ তার সহযোগীরা মধ্যরাতে হলের কমনরুমে ডেকে নিয়ে এমন হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তারা। এ ঘটনার পরে নিজের কক্ষে ফিরে অজ্ঞান হয়ে পড়েন আদুরী আক্তার।

শনিবার (১৩ মে) ভুক্তভোগী শিক্ষার্থীদের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের তৃতীয় তলার কমন রুমে এই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১৩তম আবর্তনের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী ছাইরা ছামছি নিপুণ ও নাজমুন নাহার স্বর্ণা পাটওয়ারী বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে ১৪তম আবর্তনের ২ শিক্ষার্থী আদরী আক্তার (১৩০১ নং কক্ষ) ও শাহনাজ খাতুন'কে (১২১১ নং কক্ষ) তৃতীয় তলার কমনরুমে ডেকে নিয়ে যান। আদুরী ও শাহনাজের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলায় তাদেরকে ডাকলে তারা একটু দেরিতে যান। দেরিতে যাওয়ায় তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে অভিযুক্ত দুই ছাত্রলীগ নেত্রী। এসময় ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় তাদেরকে হলের সিট ছেড়ে দেওয়ার জন্য হুমকি-ধামকি দেওয়া হয়। পরের মাস থেকেই হল ছেড়ে মেসে উঠার জন্য নির্দেশ দেন অভিযুক্তরা।

ভুক্তভোগী আবাসিক ছাত্রী আদুরী আক্তার ক্যাম্পাসলাইভকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে আপুরা আমাদের ডেকে নিয়ে যায়। আমাদের পরীক্ষার কারণে পড়া থেকে উঠে যেতে একটু দেরী হলে ওনারা আমাদেরকে অনেক গালিগালাজ করেন। আমরা ছাত্রলীগের কর্মসূচিতে যাইনি বলে আমাদেরকে আগামী মাসের ১ তারিখে হল থেকে নেমে যেতে বলেন। ছাত্রলীগের এক বড়ভাই এর নাম করে ওনারা বলেন, ওনাকে বলতে অন্য সীট দেখতে নয়তো বাসা দেখে দিতে। আমরা বৈধভাবে সিট পেয়ে হলে থাকলেও আমাদেরকে নামিয়ে দিয়ে অন্য কাউকে সেই সিট দিয়ে দেওয়ার হুমকি দেন তারা।’

ভুক্তভোগী আরেক শিক্ষার্থী শাহনাজ খাতুন ক্যাম্পাসলাইভকে বলেন, 'নিপুন আমাকে ফোন দিয়ে আদুরীকে সহ ডেকে পাঠান। আমরা একটু দেরিতে যাওয়ায় আমাদেরকে গালিগালাজ করা হয়। ছাত্রলীগের কর্মসূচিতে যাই না বলে ১ তারিখ থেকেই সিট ছেড়ে দেওয়ার জন্য বলা হয়। আদুরী এমনিতে অসুস্থ ছিল। আপুরা গালিগালাজ, সিট ছেড়ে দেওয়ার হুমকি দেওয়ার পর সে রুমে আসলে অজ্ঞান হয়ে যায়। আমরা তো বৈধ উপায়ে হলে উঠেছি। আমাদের আইডি কার্ডও আছে। তারা তো আমাদের এভাবে হল থেকে নামিয়ে দিতে পারে না।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রলীগ কর্মী নিপুন। তিনি ক্যাম্পাসলাইভকে বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি। ষড়যন্ত্র করে মিথ্যা ছড়ানো হচ্ছে।’

অভিযুক্ত আরেক ছাত্রলীগ কর্মী নাজমুন্নাহার স্বর্ণা পাটোয়ারী এ ঘটনার কথা অস্বীকার করে ক্যাম্পাসলাইভকে জানান, ‘হলে এমন কোনো ঘটনা ঘটেনি।’

এ বিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি মো. ইব্রাহীম ফরাজি ক্যাম্পাসলাইভকে বলেন, ‘হলের বড় বোন আম খাওয়ার জন্য ছোট বোনকে ডেকেছিলো। আসতে দেরি করলে একটু রেগে কথা বলেছিলো। এটা তেমন কোনো বিষয় না। হলে থাকতে হলে এমন ছোট ঘটনা ঘটে। এখানে সেন্সলেসের কোন ঘটনা ঘটেনি।’

এ বিষয়ে জানতে চাইলে হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার ক্যাম্পাসলাইভকে বলেন, ‘আমার কাছে এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি। আমি বিভিন্ন মাধ্যম থেকে শুনার পর হাউজ টিউটর দিপীকা মজুমদার ও বুশরা জামানকে হল ভিজিট করার নির্দেশ দিয়েছি। তারা আমাকে রিপোর্ট দিবে। রবিবার হলে গিয়ে আমরা আবারও ভিজিট করবো। কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা, ১৩ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আরআই//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ