Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জবিতে পুনঃস্থাপিত হলো বেগম জিয়ার নামসংবলিত ফলক

প্রকাশিত: ২০ জুন ২০১৭, ০৫:২৩

 

 

জবি লাইভ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পুনঃস্থাপিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামসংবলিত ফলক। বিশ্ববিদ্যায়ের প্রশাসনিক ভবনের সামনে এই ফলকটি পুনঃস্থাপন করা হয়। তবে কবে করা হয়েছে তা জানা যায়নি। 

গত ৭ জুন বুধবার গভীর রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ঘোষণার নামফলকসহ ফলকের সম্পূর্ণ বেদি সরিয়ে ফেলে দুষ্কৃতকারীরা। 

পরদিন বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হওয়ার পর বিএনপিপন্থী শিক্ষকরা দল এর প্রতিবাদ জানায়। বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সভাপতি প্রফেসর ড. মোশারফ হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এই ঘটনাকে ন্যক্কারজনক আখ্যায়িত করে দ্রুত ওই নামফলক আগের স্থানে পুনঃস্থাপনের জোর দাবি জানিয়েছিলেন। 

এতে জবি শাখা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক আসিফ রহমান বিপ্লব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, ‘ভিসি স্যারের নির্দেশেই ফলকটি পুনঃস্থাপন করা হয়েছে। আগের জায়গাতেই স্থাপন করা হয়েছে।’

১৯৯৫ সালের ২ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জগন্নাথ কলেজে এসেছিলেন এবং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা দিয়ে ফলক উন্মোচন করেন। পরে ২০০৫ সালের ২০ অক্টোবর ওই ঘোষণার আলোকে সংসদে আইন পাসের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।

 

 

ঢাকা, ১৯ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ