Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চিকুনগুনিয়া প্রতিরোধে ইউল্যাব

প্রকাশিত: ২০ জুন ২০১৭, ০১:৪০

লাইভ প্রতিবেদক: সাম্প্রতিক আলোচিত চিকুনগুনিয়া ও ডেঙ্গুর প্রভাব এবং প্রতিকার নিয়ে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ(ইউল্যাব)।

সোমবার ১৯ জুন ক্যাম্পাসের লবিতে এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল ইউল্যাব স্টুডেন্টস অ্যাফেয়ারস অফিস। 

সকাল ৯.৩০ এ স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন ইউল্যাব ভিসি প্রফেসর এইচ এম জহিরুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার আখতার আহমেদ, ডিন ইউল্যাব স্কুল অব বিজনেস প্রফেসর ইমরান রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ।

উদ্বোধনের পরে ইউল্যাব ভিসি বলেন “বেশ কিছুদিন ধরেই সাধারন মানুষ ভুগছে এই চিকুনগুনিয়াতে। শিক্ষার্থীরাও এর শিকার হচ্ছে। আমি স্টুডেন্টস  অ্যাফেয়ারস অফিসকে এই ধরনের অনুষ্ঠান আয়জনের জন্য ধন্যবাদ জানাই”।

স্বাস্থ্য ক্যাম্পটি পরিচালনা করেন ইব্রাহিম মেডিকেল কলেজ( বারডেম) এর মেডিকেল টিম। মেডিকেল টিমের আসিফ ইফতিখার বলেন -চিকুনগুনিয়া হলে বুঝতে হবে এই জীবাণুবাহী মশা অবস্থান করছে আমাদের বাড়িতেই। এর জন্মস্থান খুব দ্রুত ধংস করে ফেলতে হবে। মেডিকেল টিমের ডাঃ তুনাজ্জিনা শাহরিন  বলেন “ জ্বর ভাল হলেও শরীরে ব্যাথা থাকতে পারে ১৪ দিনের মত। তাই সাবধানতা অবলম্বনের কোন বিকল্প নেই “। 

ক্যাম্পাসের লবিতে সকাল ৯.৩০ থেকে দুপুর ২ টা পর্যন্ত চলতে থাকে এই স্বাস্থ্য ক্যাম্পটি। এই আয়জনে ইউল্যাব স্টুডেন্টস অ্যাফেয়ারস অফিসকে সহযোগিতা করে ইউল্যাবের ফিল্ম ক্লাব, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ক্লাব, সোস্যাল ওয়েলফেয়ার ক্লাব এবং নিউট্রিশন ক্লাব। ভলান্টিয়ার সহযোগিতা করে স্টুডেন্টস  অ্যাফেয়ারস অফিসের পিয়ার মেন্টরগণ।

 

ঢাকা, ১৯ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ