
জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিন্ডিকেটে দুজনকে মনোনয়ন প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. অজিত কুমার মজুমদার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. আশরাফুল আলমকে নতুন সিন্ডিকেট সদস্য মনোনয়ন করা হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ২২ (১) (জি) ও ২২ (৩) ধারা অনুযায়ী নিম্নোক্ত ০২ (দুই) জন শিক্ষক-কে উক্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে ২ (দুই) বছরের জন্য মনোনয়ন প্রদান করা হলো।
ঢাকা, ২১ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআর//এমএফ
আপনার মূল্যবান মতামত দিন: