Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে আর্থিক সহায়তা ও চাকরি পেল দুই শিক্ষার্থীর পরিবার

প্রকাশিত: ১৪ জুন ২০১৭, ২৩:৪৬

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে পাঁচ লাক্ষ টাকার আর্থিক সহায়তা ও দুই পরিবার থেকে দুইজনকে বিশ্ববিদ্যালয়ে চাকুরী দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৪জুন) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বেলা একটায় এক অনুষ্ঠানে ভিসি প্রফেসর ড. ফারজানা ইসলাম উভয় পরিবারের কাছে টাকা ও চাকরির নিয়োগপত্র হস্তান্তর করেন।

অনুষ্ঠানের নিহত শিক্ষার্থী নাজমুল হোসেন রানার পিতা আবদুল কুদ্দুস এবং নিহত শিক্ষর্থী মেহেদী হাসান আরাফাতের পিতা জসীম উদ্দিন সরকার টাকা ও চাকরির নিয়োগপত্র গ্রহণ করেন। প্রত্যেক পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া যোগ্যতা অনুযায়ী নাজমুল হোসেন রানার বোন কামরুন নাহার কনাকে প্রীতিলতা হলে পিয়ন ও মেহেদী হাসান আরাফাতের বোন সোনিয়া আক্তারকে নওয়াব ফয়জুন্নেসা হলে সহকারি পদে নিয়োগ দেয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রো-ভিসি প্রফেসর ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আবুল খায়ের, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আমির হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, প্রক্টর প্রফেসর ড. তপন কুমার সাহা, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম, নিহত দুই শিক্ষার্থীর পরিবার ও সহপাঠিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৬মে সড়ক দুর্ঘটনায় নিহত হন জাবির দুই শিক্ষার্থী নাজমুল হোসেন রানা (মার্কেটিং বিভাগ, ৪৩ ব্যাচ, আলবেরুনী হল) ও মেহেদী হাসান আরাফাত (মাইক্রোবায়োলজি বিভাগ, ৪৩ ব্যাচ, আলবেরুনী হল)। সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ও দুই পরিবার থেকে দুইজনকে চাকুরী দেওয়ার দাবি জানিয়েছি।

 

ঢাকা, ১৪ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ