Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জবি শিক্ষার্থীদের ই-মেইলের স্টোরেজ খালির নির্দেশ

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি লাইভ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডির স্টোরেজ দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্টোরেজ ক্লিয়ার না করলে প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি হারাতে হতে পারে বলে সতর্ক করে নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য ও সহযোগী পরিচালক ড. জুলফিকার মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশনাটি জানানো হয়।

বিষয়টি জরুরি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট ছাত্র- ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ই-মেইলের ব্যবহার পঞ্চাশ (৫০) জিবি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। যেসব ছাত্র-ছাত্রীর প্রাতিষ্ঠানিক ই-মেইল ৫০ জিবির ওপরে আছে, তাদেরকে অতি সত্বর ৭ ফেব্রুয়ারির মধ্যে গুগল ড্রাইভ ক্লিয়ার করতে হবে। অন্যথায় প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে।

এছাড়াও প্রাতিষ্ঠানিক ই-মেইলের গুগল ড্রাইভে টিউটোরিয়াল, ভিডিও না রাখার জন্যও অনুরোধ করা হয়।

ঢাকা, ০২ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ