Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
ডিসিপ্লিনারি বোর্ডের সভায় এ সিদ্ধান্ত

বিভিন্ন অপরাধে ঢাবির ১১৪ শিক্ষার্থীকে বহিষ্কার

প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৩, ২২:১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি লাইভ: অনৈতিক অবস্থান,পরীক্ষায় অসদুপায় অবলম্বনসহ বিভিন্ন অপরধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১১৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ডের (ডিবি) সভায় এ সিদ্ধান্ত হয়।
সভাসূত্রে জানা যায়,'পরীক্ষায় অসদুপায় অবলম্বন, পরীক্ষকের সঙ্গে দুর্ব্যবহার ও অনৈতিক অবস্থানের কারণে ১০৯ জনকে দুই থেকে চার বছর পর্যন্ত বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে লাঞ্চনার অভিযোগে একজনকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে । স্থায়ী বহিস্কার করা শিক্ষার্থী হলেন সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের চতুর্থ বর্ষ এবং সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী জিম নাজমুল । অ্যালকোহল গ্রহণ করায় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) তিন শিক্ষার্থীকে ইনস্টিটিউটের গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়। এছাড়া, চারুকলা ইনস্টিটিউটের কর্মচারীকে হত্যার হুমকি দেওয়ায় এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।'

সূত্র হতে আরো জানা যায়, গতবছরের ৩১ অক্টোবর গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগে মো: নাজমুল আলম ওরফে জিম নাজমুলকে গত ৫ নভেম্বর সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তারজন্য কারণ দর্শানোর নোটিশও দেয় প্রশাসন। এর আগে বিভিন্ন সময়ে নারী হেনস্তা, শিক্ষার্থী নির্যাতন ও আইন শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িতের অভিযোগ থাকায় স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয় ডিসিপ্লিনারি বোর্ড।'

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. গোলাম রব্বানী ক্যাম্পাসলাইভকে বলেন,‌‌'যাচাই বাছাই করে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার অধিভুক্ত বিভিন্ন কলেজের মোট ১১৪ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে,তার মধ্যে জিম নাজমুল নামের এক শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। ডিসিপ্লিনারি বোর্ডের এ সিদ্ধান্ত সুপারিশ হিসেবে সিন্ডিকেটে যাবে বলে উল্লেখ করেন প্রক্টর।

ঢাকা, ২৬ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এসএন//এমএফ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ