
জবি লাইভ: জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ভোট শুরু হয়েছে। নির্বাচনে আওয়ামীপন্থী নীল দলের দুটি অংশ থেকে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে এবারও অংশ নিচ্ছে না বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বুধবার সকাল ৯টায় শুরু হয়ে ভোট চলবে বেলা আড়াইটা পর্যন্ত। নির্বাচনে ছয়টি পদের বিপরীতে মোট ৩০ জন প্রার্থী অংশ নিচ্ছেন। ১৫ জনকে নির্বাচিত করা হবে।
নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ পদে এক জন করে এবং সদস্য পদে ১০ জন শিক্ষক নির্বাচিত হবেন।
নির্বাচন কমিশনের প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, জবি শিক্ষক সমিতির নির্বাচনে মোট ভোটার ৬৭৫ জন।
বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের নীল দলের দুই অংশ দুটি প্যানেলে নির্বাচন করছে। অধ্যাপক ড. মো. জাকির হোসেন ও ড. নাফিস আহমদের প্যানেল থেকে সভাপতি পদে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে বর্তমান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান নির্বাচন করছেন।
ঢাকা, ২১ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: