Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন ২৯ ডিসেম্বর

প্রকাশিত: ১৭ ডিসেম্বার ২০২২, ০৭:৫৬

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন ২৯ ডিসেম্বর

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে সমিতির কার্যকরী পরিষদের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ভূমিকার পাশাপাশি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবারের নির্বাচন।

আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দল এবং বিএনপি-জামায়াতপন্থী সাদা দল উভয়ের কাছে এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনকে সামনে রেখে প্যানেল নির্ধারণের প্রস্তুতির অংশ হিসেবে অনুষদ পর্যায়ে উভয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর চূড়ান্ত প্যানেল ঘোষণা করবে এ দুই দল। নীল দলের প্রার্থী তালিকায় যারা- গত বছরের প্রার্থীদের অনেকেই এ বছরও দলের মনোনয়ন চেয়েছেন।

বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া এবং বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা রহমান সভাপতি পদে প্রার্থী হতে আগ্রহী। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন চেয়েছেন দীর্ঘদিন নীলদলের নেতৃত্ব দেওয়া টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন অধ্যাপক ড. আবু জাফর মোহাম্মদ শফিউল আলম ভূঁইয়া।

তিনি গত বছর নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া একই পদে প্রার্থী হতে আগ্রহীদের মধ্যে রয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সিনেট সদস্য ড. আব্দুর রহিম, অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমানসহ বিগত কমিটির আরও কয়েকজন।

অবশিষ্ট পদগুলোতেও বিগত কমিটিতে থাকা অনেকে সুযোগ পেতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস ছামাদ সমকালকে বলেন, ‘গত বছর আমরা ১৪ আসনেই জয়ী হয়েছিলাম। এবার বিজয়ের মাসে আমরা পুরো প্যানেলে জয়ী হব বলে প্রত্যাশা রাখি।’

সাদা দলের প্রার্থী তালিকায় যারা- শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি পদে ওবায়দুল ইসলাম, সহসভাপতি পদে অধ্যাপক লুৎফর রহমান, সাধারণ সম্পাদক পদে সিদ্দিকুর রহমান এবং যুগ্ম সম্পাদক পদে অধ্যাপক ড. মো. মহিউদ্দীন নির্বাচন করতে পারেন বলে জানা গেছে। সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান সমকালকে বলেন, ‘জাতীয় নির্বাচন, বিশ্ববিদ্যালয় এবং শিক্ষকদের অনেকগুলো বিষয় এবার নির্বাচনে প্রভাব রাখবে। আগের তুলনায় এবার ভালো ফলাফলের আশা করছি।’

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে নীল দল শিক্ষক সমিতির নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করছে। গত বছর ১৫টি পদের ১৪টিতেই জয় লাভ করে তারা। এর আগে সিন্ডিকেট সদস্য অথবা সিনেট নির্বাচনসহ অন্য নির্বাচনগুলোতে নীল দলের প্রার্থীরাই একচেটিয়া জয় লাভ করেছেন। এখন কেবল অপেক্ষার পালা।

ঢাকা, ১৬ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএল


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ