Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
আহত হয়েছেন দুই হলের বেশ কয়েকজন...

জাবিতে ফুটবল খেলা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রকাশিত: ৭ ডিসেম্বার ২০২২, ০৭:০১

সংঘর্ষ চলছে

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃহল ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছে। সংঘর্ষে জড়ানো দুই হল হলো- আ ফ ম কামাল উদ্দীন হল এবং মওলানা ভাসানী হল। এ ঘটনায় দুই হলের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুই হলের সংঘর্ষ চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতায় আ ফ ম কামাল উদ্দীন হল এবং মওলানা ভাসানী হলের মধ্যকার খেলা চলাকালীন অফসাইড দেওয়াকে কেন্দ্র করে দুই হলের খেলোয়াড়রা বিবাদে জড়ায়। পরে দুই হলের দর্শকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ফিরোজ উল হাসান জানান, বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই হলের শিক্ষার্থীরা বিবাদে জড়িয়েছে। আমরা হল দুটির সিনিয়র শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছি। আশা করছি খুব দ্রুতই এর সমাধান হয়ে যাবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম জানান, ঘটনা নিয়ন্ত্রণে আনতে প্রক্টরিয়াল টিম কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। প্রয়োজনে আমরা পুলিশের সহায়তা নেবো।

ঢাকা, ০৬ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ