
ঢাবি লাইভ: মরুরু বুকে বিশ্বকাপের শেষ ষোলোতে এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে ব্রাজিল। শেষ ষোলোর এই ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-১ গোল ব্যবধানে জয় পায় সেলেসাওরা। আর এই জয়ের উন্মাদনায় মেতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্রাজিল সমর্থকরা।
গভীর রাতে শীতের তীব্রতা ছাপিয়ে মহসিন হল খেলার মাঠ ও টিএসসিতে বড় পর্দায় ব্রাজিল-দক্ষিণ কোরিয়ার হাইভোল্টেজ ম্যাচ উপভোগ করতে ভিড় জমান হাজারও ফুটবলপ্রেমী। বাঁশি ও ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
দলবেঁধে জার্সি গায়ে চলে সমর্থকদের আড্ডা আর স্লোগান। খেলা শুরুর এক ঘণ্টা আগেই কানায় কানায় পূর্ণ টিএসসি ও ঢাবির মুহসীন হল চত্বর। আর ব্রাজিলের জয়োল্লাসে মাতেন সমর্থকরা।
ব্রাজিল সমর্থকরা বলেন, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অসাধারণ খেলা হয়েছে। এখন তো শুধু জয়ের প্রত্যাশা। এবার আমরা বিশ্বকাপ চাই। শিরোপা আমরাই জিতব।
ঢাকা, ০৬ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: