Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আর্জেন্টিনার জয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উল্লাস, স্লোগান

প্রকাশিত: ১ ডিসেম্বার ২০২২, ২২:৪৪

প্রিয় দলের সমর্থনে উল্লাস

ঢাবি লাইভ: টিকে থাকার লড়াইয়ে কাতার বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানের মহা গুরুত্বপূর্ণ জয় পেয়েছে আর্জেন্টিনা। আর তাতে টানা দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে পোঁছে গেছে আলবিসেলেস্তারা।

ম্যাচের শুরুতেই ছিল হেরে গেলে বিদায়ের শঙ্কা। লিওনেল মেসির পেনাল্টি মিস এবং প্রথমার্ধের গোলশূন্যতা হতাশা ও শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছিল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই অনবদ্য শটে গোল করেন মিডফিল্ডার মার্ক এলিস্টার। এরপর ম্যাচের ৬৭ মিনিটে দ্বিতীয় গোল করেন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ।

বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে ম্যাচের শেষ বাঁশি বাজতেই প্রিয় দলের সমর্থনে মুহুর্মুহু উন্মাতাল স্লোগানে ফেটেছে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ। নাচে-গানে উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টিনা সমর্থকরা।

খেলা শেষ হতেই বেশিরভাগ আর্জেন্টিনা সমর্থকের হাতে পতাকা এবং কারও কারও হাতে ভুভুজেলা দেখা যায়। প্রতিটা খণ্ড মিছিল থেকে চিৎকার শোনা যাচ্ছিল, শোনা যাচ্ছিলো মেসি, আর্জেন্টিনা স্লোগান। বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠ প্রাঙ্গণ, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর ও ঢাবির হলে হলে এমন চিত্র দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের তিনটি ভেন্যুতে ডিজিটাল স্ক্রিনে বিশ্বকাপের খেলা দেখছেন শিক্ষার্থীসহ নানা শ্রেণির মানুষ। তৈরি হচ্ছে অন্যরকম আমেজ।

আর্জেন্টিনা সমর্থকরা জানান, আমরা আশা হারাইনি। মেসির নেতৃত্বে আর্জেন্টিনা তা পূরণ করতে পেরেছে। আশা করি নকআউট পর্বেও আর্জেন্টিনা জয়ের ধারা অব্যাহত রাখবে। এবারের বিশ্বকাপ মেসির হাতেই উঠবে বলে আমরা আশাবাদী।

ঢাকা, ০১ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ