Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

জবিতে ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতা হাসপাতালে

প্রকাশিত: ২৫ নভেম্বার ২০২২, ২৩:৫৯

হাসপাতালে ছাত্রদল নেতা শাহিন

জবি লাইভ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতার ওপর হামলা করেছে ছাত্রলীগের একদল নেতাকর্মীরা। এতে আহত হয়েছেন সদ্য ঘোষিত কমিটির যোগাযোগবিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম শাহিন। তিনি নাট্যকলা বিভাগের শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে এ ঘটনা ঘটে। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে গেলে শাহিনের ওপর হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাঁর চোখ ও ঠোঁটে জখম হয়। হামলায় নেতৃত্ব দেন ছাত্রলীগ কর্মী গণিত বিভাগের শিক্ষার্থী মাহিমুর রহমান বিজয়। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের অনুসারী। আহত শাহিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী ছাত্রদল নেতা শাহিন বলেন, মাস্টার্সের পরীক্ষা শেষে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় বিজয়সহ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী আমাকে ঘিরে ধরেন। তাঁরা আমাকে ছাত্রদল করি কিনা জিজ্ঞেস করেই মারধর শুরু করেন। এ সময় অন্য শিক্ষার্থীরা আমাকে উদ্ধার করেন। এর আগে গত ১৬ নভেম্বর একই কায়দায় শাখা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মুবাইদুর রহমানের ওপর হামলা চালান বিজয়সহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

জবির ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, 'আমরা এখনও আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসে ঢুকি নাই। এর আগেই ছাত্রলীগ আমাদের নেতাকর্মীকে খুঁজে খুঁজে হামলা চালাচ্ছে। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করলে শিগগিরই এসবের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।' তবে হামলার অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, আমরা সারাদিন ক্যাম্পাসেই ছিলাম। এ রকম কোনো ঘটনা ঘটেছে বলে জানা নেই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, কারও ওপর হামলা হয়েছে বলে শুনিনি। কেউ অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। একই সাথে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

ঢাকা, ২৫ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ