
ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল সংলগ্ন ফুটপাথ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩২ বছর। এ ঘটনার ২-৩ ঘন্টা আগেই ওই হলের ভবন থেকে পড়ে এক আবাসিক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
বুধবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শাহবাগ থানার এসআই দীপক বালা জানান, খবর পেয়ে শেখ রাসেল টাওয়ারের বিপরীত পাশে অবস্থিত জগন্নাথ হল সংলগ্ন ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জানা গেছে ওই ব্যক্তি ভবঘুরে। অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঢাকা, ২৩ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: