Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আর্জেন্টিনার ম্যাচ: ঢাবিতে উৎসবের আমেজ

প্রকাশিত: ২৩ নভেম্বার ২০২২, ০৩:৪৬

বিশ্বকাপ উন্মাদনা

ঢাবি লাইভ: কাতার ফুটবল বিশ্বকাপে আজ প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে সৌদি আরব ও আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে এটিই আর্জেন্টিনার প্রথম ম্যাচ। এদিকে এ উপলক্ষে ম্যাচ শুরুর আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল থেকে ব্যান্ড পার্টি সহকারে আনন্দ শোভাযাত্রা বের করেন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা। শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এছাড়া প্রত্যেক হলে এবং টিএসসিতে বড় পর্দার সামনে এক ঘণ্টা আগে থেকেই সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এসময় মেসি, আর্জেন্টিনা স্লোগান শোনা গেছে সমর্থকদের মুখে। দলবেঁধে আর্জেন্টিনা দলের জার্সি পরে সমর্থকদের চলছে ফটোসেশন আর আড্ডা।

এদিকে বিশ্বকাপ শুরুর আগে থেকেই হলগুলোতে বইছে উৎসবের আমেজ। ক্যাম্পাসের বিভিন্ন হল সেজেছে প্রিয় দলের পতাকায়। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শোভা পাচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা। খেলা দেখতে ছাত্রলীগের উদ্যোগে নগদের সহযোগিতায় লাগানো হয়েছে তিনটি বড় পর্দা।

ঢাকা, ২২ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ