Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শিক্ষার্থীদের জন্য ৪০ লাখ টাকার ট্রাস্ট ফান্ড গঠন ঢাবি শিক্ষকের

প্রকাশিত: ১৭ নভেম্বার ২০২২, ০৬:২৬

চেক হস্তান্তর

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের শিক্ষার্থীদের জন্য ৪০ লাখ টাকা দিলেন একই বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান। বুধবার (১৬ নভেম্বর) এ উপলক্ষে গণিত বিভাগে ‘অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান ট্রাস্ট ফান্ড’ গঠন করা হয়েছে।

অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান ৪০ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করেন। ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর গণিত বিভাগের বিএস সম্মান চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত একজন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হবে। এছাড়া বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

উপাচার্য দপ্তরে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং দাতা পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

ঢাকা, ১৬ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ