Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাগেরহাটে সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করল বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা

প্রকাশিত: ৯ নভেম্বার ২০২২, ০৯:১০

ফাইল ছবি

গোপালগঞ্জ লাইভ: সড়ক অবরোধ করে দূরপাল্লার বাস ভাঙচুর করেছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট মোড় এলাকার শিউলী ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অবরোধের ফলে প্রায় ৩০ মিনিটের মত ওই এলাকায় যান চলাচল বন্ধ ছিল। এতে ঘটনাস্থলের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, ‘গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বাসে শিক্ষার্থীরা খুলনা থেকে ফিরছিলেন। শিক্ষার্থীদের বহনকারী বাসকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে শিক্ষার্থী বহনকারী বাসটি ক্ষতিগ্রস্ত হয়। মুহুর্তের মধ্যে শিক্ষার্থীরা টুঙ্গিপাড়া বাসটিকে থামিয়ে ভাঙচুর শুরু করেন।’

এবিষয়ে ইউএনও মো. মনোয়ার হোসেন বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দিয়েছে।’

ঢাকা, ০৮ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ