Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১লা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাসে সবসময় হাফ ভাড়া সুবিধা পাবেন জবি শিক্ষার্থীরা

প্রকাশিত: ১ নভেম্বার ২০২২, ০২:২২

মতবিনিময় সভা

জবি লাইভ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা সদরঘাটগামী বাসে এখন থেকে সবসময় সরকার নির্ধারিত ভাড়ার হাফ ভাড়া দেওয়ার সুবিধা পাবেন। তবে এ ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই সাথে আইডি কার্ড থাকতে হবে।

জবি প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে চলাচলকারী পরিবহন শ্রমিকদের মধ্যে রবিবার (৩০ অক্টোবর) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়, সেগুলো হচ্ছে- এই হাফ ভাড়া সপ্তাহের সাতদিনের সবসময় কার্যকর থাকবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় বাহাদুর শাহ পরিবহন চলতে পারবে না; বিশ্ববিদ্যালয়ের গেইটে কোনো গাড়ি পার্ক করা যাবে না।

এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্য থেকে কেউ কোনো ধরনের হয়রানির শিকার হলে সরাসরি যেন প্রক্টর অফিসে অভিযোগ করেন।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রক্টরিয়াল বডির সদস্যরা, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষার্থী প্রতিনিধি এবং বাস মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা, ৩১ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ