
জবি লাইভ: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস উপলক্ষে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল বিশ্ববিদ্যালয়ের সবাইকে শুভেচ্ছা জানিয়েছে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সাদা দলের সভাপতি ড. মোশাররফ হোসেন ও সাধারন সম্পাদক ড. মো রইছ উদদীন এক বিবৃতির মাধ্যমে এ শুভেচ্ছা বার্তা জানান।
বিবৃতিতে বলা হয়, 'জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ১৮তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা। ২০০৫ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে এক অনন্য ব্যান্ডের নাম।'
আরও বলা আছে, দলীয় সংকীর্ণতা পরিহার করে বিশ্ববিদ্যালয়ের বিধি বিধান মোতাবেক ছাত্র শিক্ষক সবার অংশগ্রহন নিশ্চিত পূর্বক এটিকে দেশের শ্রষ্ঠ বিশ্ববিদ্যালয়ে পরিণত করা সম্ভব। এ লক্ষ্যে নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করেন তারা।'
উল্লেখ্য যে, ২০০৫ সালে জাতীয় সংসদ অধিবেশনে 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫' উত্থাপিত হয় এবং একই বছরেরই ২০ অক্টোবর সরকার প্রজ্ঞাপন জারি করে জগন্নাথ কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই ২০ অক্টোবরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
ঢাকা, ২০ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আরআই//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: