Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২২ পালিত

প্রকাশিত: ১১ অক্টোবার ২০২২, ০২:৫৮

সচেতনতামুলক র‌্যালি

জবি লাইভ: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মনোবিজ্ঞান বিভাগ ও কাউন্সেলিং সেন্টার এর যৌথ উদ্যোগে 'বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২২' পালিত হয়েছে। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘সবার জন্য মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার’।

সোমবার (১০ অক্টোবর) ক্যাম্পাসে সচেতনতামুলক বর্ণাট্য র‌্যালির মাধ্যমে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আকরাম উজ্জামান এবং কাউন্সেলিং বিভাগের আহবায়ক অধ্যাপক ড. নূর মোহাম্মাদ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

র‌্যালিটি জবি কেন্দ্রীয় শহীদ মিনার হতে আরম্ভ হয়ে কলা অনুষদ প্রদক্ষিন করে মনোবিজ্ঞান বিভাগের সামনে এসে শেষ হয়।

উল্লেখ্য যে, প্রতি বছরই বিশ্ববিদ্যালয় 'বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস' পালন করে আসছে। এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন ওয়েবিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়ে থাকে।

ঢাকা, ১০ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আরআই//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ