Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিলেন ইডেন কলেজ ছাত্রী বৈশাখী

প্রকাশিত: ৪ অক্টোবার ২০২২, ০৩:৫৮

সামিয়া আক্তার বৈশাখী

ইডেন লাইভ: হঠাৎ করেই রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে বিবদমান সম্পর্ক তৈরি হয়। যা এক সময় সংঘর্ষে রূপ নেয়। শুরু হয় দুই পক্ষের মধ্যে কাদা ছোড়াছুড়ি। পাল্টাপাল্টি মন্তব্য করে কেউ কেউ একে-অপরকে দোষারোপও করে।

সবচেয়ে বেশি রোষের মুখে পড়েন ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী। তার বিভিন্ন বক্তব্য ঘিরে শুরু হয় সমালোচনা। তবে গণমাধ্যমে ছড়িয়ে পড়া তার বক্তব্য নিয়ে এবার মুখ খুলেছেন বৈশাখী নিজেই। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন এই নেত্রী।

ইডেন কলেজ কর্তৃপক্ষ ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। ওই কমিটির কাছে রবিবার (০২ অক্টোবর) লিখিত ব্যাখ্যা দেন সামিয়া আক্তার বৈশাখী।

লিখিত ব্যাখ্যায় সামিয়া আক্তার বৈশাখী বলেন, ‘গত ২৪ তারিখ কলেজে উদ্ভুত পরিস্থিতির মধ্যে আমার একটি বক্তব্য বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়। মূলত সেখানে উল্লেখিত বিষয় আমার নিজের বক্তব্য নয়। সন্ধ্যার পর বহু ছাত্রী ঘটনাস্থলে যায় ও হট্টগোল সৃষ্টি করে। সেখানে একাধিক ছাত্রী চিৎকার করে এইসব বিষয়ে কথা বলে- যা আমার দৃষ্টিগোচর হয়। পরে রাগান্বিত অবস্থায় যখন মিডিয়া আমার কাছে এসব নিয়ে বক্তব্য জানতে চায়, তখন আমি এসব বিষয়ে ছাত্রীরা অভিযোগ করছে বলে উল্লেখ করি। কিন্তু মিডিয়াতে আমার আংশিক বক্তব্য প্রচার করা হয়।’

তিনি বলেন, ‘বক্তব্যে কখনই প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীদের নিয়ে কোনো দোষারোপ করা হয়নি কিংবা প্রতিষ্ঠানকে উল্লেখ করেও কোনো বক্তব্য দেওয়া হয়নি। আমার আংশিক বক্তব্য প্রচারের ফলে এখানে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা প্রার্থনা করছি।’

বৈশাখী আরও বলেন, ‘অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে সবাই আমায় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এক্ষেত্রে আমার প্রতিষ্ঠান ও সাধারণ শিক্ষার্থী বোনদের কোনোভাবে লাঞ্ছিত করার কোনো উদ্দেশ্য নেই। মিডিয়াগুলোতে আমার বক্তব্য সংশোধনের জন্য অনুরোধ করা হয়েছে। এটি আমার কোনো ব্যক্তিগত বক্তব্য না হওয়ায় এ বিষয়ে কোনো দায়ভার আমার নয়।’

ইডেন কলেজ শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক এর আগে সাংবাদিকদের বলেন, ‘বৈধ রুমের মেয়েরা উপস্থিতি খাতায় স্বাক্ষর করার সময় সভাপতির (তামান্না জেসমিন রিভা) অনুসারীরা তাদের ছবি তুলে রাখেন। সেখান থেকে সুন্দরীদের বাছাই করেন। পরে বাছাইকৃত মেয়েদের রুমে নিয়ে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে খারাপ উদ্দেশে তাদের বিভিন্ন ধরনের প্রস্তাব দেওয়া হয়।’

ঢাকা, ০৩ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ