Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ক্যান্সারের কাছে হেরে গেলেন নিটারের শিক্ষক মুসা মিয়া

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বার ২০২২, ০৫:২৩

মুসা মিয়া

নিটার লাইভ: ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর ম্যানেজমেন্ট বিভাগের লেকচারার মুসা মিয়া। তার অকাল মৃত্যুতে পুরো নিটারজুড়ে চলছে শোকের মাতম।

বুধবার (২৮ সেপ্টেম্বর, ২০২২) আনুমানিক রাত ১টা ৩০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৩০ বছর বয়সি নিটারের এই শিক্ষক।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিটার প্রশাসন। তিনি মানুষ হিসেবে অত্যন্ত সজ্জন ও বন্ধুসুলভ ছিলেন। নিটারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে তার অপরিসীম অবদান রয়েছে। ক্যান্সারের কাছে একজন মেধাবী শিক্ষককে হারাতে হলো। নিটার একজন নিবেদিতপ্রাণ প্রিয় শিক্ষক হারালো যার স্থান সহজে পূরণ হবার নয়। নিটারের ম্যানেজমেন্ট বিভাগে অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

উল্লেখ্য, মুসা মিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ করেন, ২০১৮ সালে নিটারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে জয়েন করেন। পরবর্তীতে ১ জানুয়ারি, ২০২১ সালের বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

তার অকালমৃত্যুতে নিটার প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী সকলেই গভীর শোক প্রকাশ করেছেন।

ঢাকা, ২৮ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//ডিবি//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ