Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইডেন কলেজ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বার ২০২২, ২১:১৮

ইডেন মহিলা কলেজ

ইডেন লাইভ: হঠাৎ করেই ইডেন মহিলা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে আলোচনার তুঙ্গে এখন রাজধানীর ইডেন ক্যাম্পাস। এদিকে কলেজ বন্ধের পাশাপাশি ছাত্রীনিবাসগুলোও বন্ধের ঘোষণা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

দুর্গাপূজা উপলক্ষে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ক্যাম্পাস ও কলেজের হল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে আবাসিক ছাত্রীদের হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে ইডেন কলেজ কর্তৃপক্ষ মাইকিং করে শিক্ষার্থীদের এই তথ্য জানায়। এ বিষয়ে বঙ্গমাতা ফলের তত্ত্বাবধায়ক নাজমুন্নাহার বলেন, পূজার ছুটি ঘোষণা করা হয়েছে। এর সাথে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই। ছুটির সময় কলেজ ক্যাম্পাস ও হোস্টেল বন্ধ থাকবে।

এদিকে ছাত্রলীগের দুই গ্রুপের কোন্দলে গত শনিবার থেকে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস উত্তপ্ত। ইতোমধ্যে এসব ঘটনায় ইডেন কলেজ শাখা কমিটি স্থগিত করেছে ছাত্রলীগ। এছাড়া ১৬ জন নেত্রীকে বহিষ্কার করেছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি। এমন পরিস্থিতিতে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কলেজ ক্যাম্পাসে অবস্থান করছে পুলিশ।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ