Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কৃষিগুচ্ছের ফলাফল নিয়ে ভর্তিচ্ছুদের স্মারকলিপি

প্রকাশিত: ২০ সেপ্টেম্বার ২০২২, ০৭:২৮

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

শেকৃবি লাইভ: ২০২১-২২ শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছের ফলাফলের উপর স্মারকলিপি দিয়েছে মেধাতালিকায় স্থান না পাওয়া শিক্ষার্থীরা। গত ১৪ সেপ্টেম্বর (বুধবার) দিবাগত রাতে ফলাফল প্রকাশিত হওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু শিক্ষার্থীর মধ্যে অসন্তোষ দেখা যায়। এরই ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত হয়ে রবিবার (১৮ সেপ্টেম্বর) শতাধিক শিক্ষার্থী রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মিলিত হয় এবং উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষার্থীদের দাবী, ফলাফল প্রকাশের পর দেখি আমাদের নাম্বার বেশি থাকা স্বত্বেও মেধা তালিকায় নাম আসেনি। পরীক্ষা দেওয়ার পর আমরা অনেকেই পাঠ্যবই সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের বই এর প্রশ্ন মিলিয়ে ৭০ এর বেশি আশা করেছিলাম। আমরা আশা করেছিলাম মেধাতালিকায় স্থান পাবো এবং কোন একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবো। কিন্তু আমরা মেধাতালিকা কিংবা অপেক্ষমান তালিকার কোনটিতেই নাম আসে নি।

তারা স্মারকলিপিতে উল্লেখ করেন, পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল কিভাবে হিসাব করা হয়েছে সেই বিষয়ে খোলাসা করেনি ভর্তি কমিটি। এসময় যোগ্য মেধাবীদের সুযোগ দেওয়া ও যাচাইকরনে তারা চারটি দাবি উত্থাপন করেন

শেকৃবিতে দেওয়া স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এর ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, পরীক্ষাটির উত্তরপত্র প্রকাশ করতে হবে, পরীক্ষার ফলাফল নির্ণয়ে কোন ত্রুটি আছে কিনা সে বিষয়ে তদন্ত করে দ্রুত রিপো৭পেশ করতে হবে, বর্তমানে চলমান ভর্তি কার্যক্রম সাময়িক ভাবে স্থগিত করতে হবে কিংবা সময় বাড়িয়ে দিতে হবে।

ছাত্রদের এই স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গ্রহন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশীদ। স্মারকলিপি গ্রহনের পর বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সেখানে জানানো হয়, কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৮ (আট) টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির ১০ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল নিরীক্ষা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) এর মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের ২০৪ নম্বর কক্ষে স্ব-শরীরে উপস্থিত হয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি এবং নিরীক্ষা ফি বাবদ ১০০০ (এক হাজার) টাকা জমাদান সাপেক্ষে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার সদস্য সচিব ও শেকৃবি রেজিস্ট্রার বরাবর স্বশরীরে উপস্থিত থেকে সাদা কাগজে আবেদন করতে হবে। এবং নিরীক্ষার ফলাফল আগামী ২৪ সেপ্টেম্বর (শনিবার) এর মধ্যে আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে।

ফলাফলের সার্বিক বিষয় নিয়ে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার দায়িত্বে থাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য ড মো শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, 'কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় নিয়ে যারা উত্তীর্ণ হতে পারেনি বা মেরিট লিস্টে এবং ওয়েট লিস্টে আসতে পারিনি তাদের মধ্যে নানারকম প্রতিক্রিয়া রয়েছে। আমার ধারনা কিভাবে নম্বর প্রদান করা হয় তা নিয়ে একটা সমস্যা (ভুল ধারনা) থাকতে পারে। আমরা কিন্তু জিপিএ এর ভিত্তিতে মার্কস দেয় নি, আমরা এটা নির্দেশিকাতে বলে দিয়েছি। আমরা নম্বর দিয়েছি বোর্ড আমাদেরকে যে নাম্বার সরবরাহ করেছে এসএসসি এবং এইচএসসি সেইটাকে আমরা ২৫ এবং ২৫ এ কনভার্ট করেছি। বোর্ডের পরীক্ষায় ১২০০ নম্বরের মধ্যে কেওই কিন্তু ১২০০ পাই নি ফলে ২৫ পাওয়ার কোন সুযোগ নেই।'

তিনি আরও বলেন, 'এইচএসসি এবং এসএসসি উভয় ক্ষেত্রেই এটি সমান। আর আমরা এর সঙ্গে আমাদের পরীক্ষার যে রেজাল্ট সেটি যুক্ত করেছি। তারমানে ২৫ (এসএসসি) এবং ২৫ (এইচএসসি) এ যত পেয়েছে তার সঙ্গে আমাদের পরীক্ষায় যত পেয়েছে তা যুক্ত করে পরীক্ষার রেজাল্ট দিয়েছি। কারও যদি অনেক নাম্বার থাকে এসএসসি, এইচএসসি তে সে ওখানে বেশি নাম্বার পাবে এবং কম নাম্বার পেয়েও চান্স পাওয়ার সুযোগ রয়েছে। এটি বুঝতে হবে সবাইকে।'

এসময় পুনঃনিরীক্ষনের ব্যাপারে তিনি আরও বলেন, ' আর আমরা পুনঃনিরীক্ষার জন্যে একটি সার্কুলার দিয়েছি। ২০ তারিখ পর্যন্ত যাদের এইরকম ইচ্ছা রয়েছে পুনঃনিরীক্ষনের জন্যে তারা এপ্লাই করতে পারবে এবং আমরা ২৪ তারিখে এটার কি ফলাফল,তা জানানোর জন্যে বলে দিয়েছি। আমার মনে হয় এটা নিয়ে আর ভুল বোঝাবুঝি থাকবে না আর আমরা যে এই বিষয়ে এটেনশন দিচ্ছি না এটা মোটেও ঠিক না। এটেনশন দিচ্ছি বলেই পুনঃনিরীক্ষনের সুযোগ দিচ্ছি'

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এসআর//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ