Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে সাংবাদিক নির্যাতনে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৩ সেপ্টেম্বার ২০২২, ০৭:০৬

জাবিতে সাংবাদিক নির্যাতনে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিচারের দাবিতে মানববন্ধন

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত সাংবাদিক রুবেল হোসেনকে আবাসিক হলের গেস্টরুমে ডেকে নির্যাতন ও মোবাইল তল্লাশির ঘটনায় মানববন্ধন করেছে জাবিতে কর্মরত সাংবাদিকরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের উপযুক্ত বিচার নিশ্চিত না হলে রোববার প্রশাসনিক ভবন অবরোধ করার ঘোষণা দেন তারা।শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জাবি সংসদ ছাত্র ইউনিয়ন, শাখা ছাত্র অধিকার পরিষদ, শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন।

এর আগে গত ২ আগস্ট রাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের গেস্টরুমে ডেকে সাংবাদিক রুবেলকে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই আট কর্মীকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন ছাত্রলীগ থেকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

মানববন্ধনে ঢাকা পোস্টের প্রতিনিধি আলকামা আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন আজকের পত্রিকার প্রতিনিধি বেলাল হোসেন। তিনি বলেন, ‘আমাদের অনুসন্ধানে দেখা গেছে তদন্ত কমিটির রিপোর্টে ভুক্তভোগীর কোনো বক্তব্য সংযুক্ত করা হয়নি, অভিযুক্ত অভিযোগ বিষয়ে কোনো তথ্য উঠে আসেনি, অভিযুক্তদের বক্তব্য বিস্তারিত উঠে এসেছি কিন্তু প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংকোচ করা হয়েছে। সাংবাদিক নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষ তদন্ত করেনি।’

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সামি আল জাহিদ প্রীতম বলেন, ‘ আজকের এই মানববন্ধন থেকে আমার দলের পক্ষে আমি বলতে চাই, অবিলম্বে বিশ্ববিদ্যালয় অ্যাক্টের ধারা অনুযায়ী সাংবাদিক নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হোক। তা নাহলে সাংবাদিক নির্যাতনের এ ধারা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে’

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল হক রনি বলেন, ‘যখন সাংবাদিককে গেস্টরুমে পেটানো হয় তখন হল প্রশাসন কোথায় ছিলো। পাঁচ দিনের মধ্যে নির্যাতনের ঘটনার তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিলো। কিন্তু আজ একটা মাস পার হলেও প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আসলে তদন্ত কর্মকর্তারা সাংবাদিকের দোষ খোঁজার চেষ্টা করেছেন। আমরা সাংবাদিক নির্যাতনের ঘটনার শাস্তির দাবি জানাই’

এর আগে সাংবাদিক নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্ট হল প্রশাসন পাঁচ কার্যদিবস সময় বেধে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে। তবে গতকাল শৃঙ্খলা কমিটিতে সে তদন্ত রিপোর্টকে অসম্পূর্ণ আখ্যা দিয়ে দোষীদের শনাক্ত ও সুনির্দিষ্ট বিচার নিশ্চিত করার সুপারিশ করতে পারেনি সে কমিটি। অধিকতর তদন্তের জন্য চার সদস্যের নতুন কমিটি গঠন করে শৃঙ্খলা কমিটি।


ঢাকা, ০২ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিআইটি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ