Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
রিভাকে কলেজ কর্তৃপক্ষ কিছুই বলেনি, আসল এফবিতে ক্ষমা চায়নি!

অডিও ফাঁস: ক্ষমা চাইলেন ইডেন কলেজ ছাত্রলীগের সেই সভাপতি! (অডিও)

প্রকাশিত: ২১ আগষ্ট ২০২২, ০৯:২২

অডিও ফাঁস: ক্ষমা চাইলেন ইডেন কলেজ ছাত্রলীগের সেই সভাপতি

লাইভ প্রতিবেদক: অবশেষে তিনি মাফ চাইলেন। তার অযাচিত ভাষা, দ্বাম্ভিকতা, অসভ্য আচরণ ও বেয়াদবীর স্বীকৃতি দিয়ে ক্ষমা চেয়েছেন। বলেছেন আমি আর এসব কথা বলবো না। ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার একটি অডিও রেকর্ড ভাইরাল হয়। এতে একটি কক্ষের ভেতরে ডেকে নিয়ে হলে থাকা ছাত্রীদের অকথ্য ভাষায় গালাগালি করতে শোনা যায়। যা কোন ভাবেই সভ্যতা ও ভদ্রতার মধ্যে পড়ে না। তবে হাস্যকর হলেও সত্য তিনি বলেছেন সংগঠনের কাছে ক্ষমা প্রার্থী! আসলে যাদের সাথে প্রতিনিয়ত খারাপ আ অকথ্য ভাষায় গালি গালাজ করেছে শিক্ষার্থীদের মা-বাবাকে তুলে খারাপ খারাপ বকাবাদ্য করেছে তিনি তাদের কাছে ক্ষমা চাননি। বিষয়টি হাস্যকর। কলেজ প্রিন্সিপালকে চ্যালেঞ্জ করলেও তারা এখনও কোন অ্যাকশনে যায়নি।

এনিয়ে দুদিন চলতে থাকে নানান সমালোচনা ও ধিক্কার। সেই কল রেকর্ড ফাঁসের পরই তামান্না জেসমিন রিভা ফেসবুক পোস্টের মাধ্যমে ক্ষমা চেয়েছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘ইডেন কলেজ ছাত্রলীগের প্রতিটি কর্মীর সঙ্গে আমার আত্মার সম্পর্ক। এরা আমার পরিবারের সদস্য ছাড়া অন্য কিছু নয়। একান্ত ব্যক্তিগত পরিবেশে হলেও দায়িত্বশীল জায়গা থেকে অসংযত ভাষার প্রয়োগ আমার অপরাধ হয়েছে বলে আমি স্বীকার করছি। বাংলাদেশ ছাত্রলীগ আমাকে এমন শিক্ষা দেয় না তাই সংগঠনের প্রতি আমি ক্ষমাপ্রার্থী।'

অডিও’র বিষয়ে জানতে চাইলে শুক্রবার রাতে তামান্না জেসমিন রিভা বলেছিলেন, ‘মেয়েরা প্রোগ্রামে যায়নি। তাই তাদের একটু বলতে আসছিলাম। তারা প্রোগ্রাম না করায় তাদের রুম থেকে শিফট করার কথা বলছি। এখন এ বিষয়টি যদি সাংবাদিকরা নিউজ করে, তাহলে আর কী বলার? হল প্রশাসন তো আর সবাইকে রুম চেঞ্জ করাতে পারবে না।

এটা আমার দেখভাল করা রুম। আমি এখানে যেভাবে ভাল হবে, সেভাবে শিফট করাবো। এটা আমার এখতিয়ার।’ এর আগে শুক্রবার অডিওটি সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়। অডিওতে যে কথাগুলো শোনা যাচ্ছে, তা নিজের বলে গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন তামান্না।

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতিকে বলতে শোনা যায়, এইটুকু সেন্স থাকা উচিত ছিল, রুমটা যেহেতু ইডেন কলেজের প্রেসিডেন্ট নিয়ে নিছে, ইডেন কলেজের প্রেসিডেন্টের ওপরে আর কেউ নাই। উল্টাপাল্টা করবি এক পায়ে পাড়া দেব, আরেক পায়ে টেনে ছিঁড়ে ফেলব।

‘তোরা লিগ্যাল তাতে আমার… গেছে। কোন হেডাম দেখাইতে আসিস তোরা। আমার পলিটিক্যাল রুমে তোরা লিগ্যাল থাকবি কি না, সেটা তোদের বিষয়। কে কে টাকা জমা দিছিস? আমারে দিছিস? আর কে লিগ্যাল?’

সেই সময় পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, ‘ও তো অসুস্থ, বাসায় গেছে।’ এ সময় ছাত্রলীগ সভাপতি বলেন, ‘২০২ (রুম নং) এ আর লিগ্যাল কে? তোরা লিগ্যাল তাতে আমার কী… গেছে? বল? আমি কি …… তোদের। চ্যাটাং চ্যাটাং করতাছোস! এক পায়ে পাড়া দিমু, আরেক পা টাইনা ধইরা ছিঁড়া ফেলমু। চার মাস হয়ে গেছে, ফাইজলামি শুরু করছিস!’

সুমনা মীর নামে এক মেয়েকে গালমন্দ করতে শোনা যায় রিভাকে। তিনি বলেন, ‘বুঝিস না পলিটিক্যাল রুমে থাকিস। তোদের লিগ্যাল করাইছে তাতে আমার …. কি? আমি যদি একটা সিট না দেই, ২০২ থেকে তোদের কোন বাপ সিট দেবে? ম্যাডামেরা দেবে, ক্ষমতা আছে ম্যাডামদের? ম্যাডামদের ক্ষমতা আছে আমাদের রুম থেকে একটা মেয়েকে বের করার।

ইডেন কলেজের প্রিন্সিপালেরও ক্ষমতা নেই এই রুম থেকে একটাকে বের করার। একদম গলায় পাড়া দিয়ে ধরতে ইচ্ছা করতেছে। আগামী এক ঘণ্টার মধ্যে যেই রুমে বলব সেই রুমে যাবি। আমার সঙ্গে হেডাম দেখাইতে আসে।’

এতে ইডেন কলেজ প্রশাসনকে চ্যালেঞ্জ করে বলতে শোনা যায়, ‘একটা সিঙ্গেল মেয়ে যদি ওই রুমে এসে কন্ট্রোল করতে চাস, সে হোক নেত্রী, ইডেন কলেজের প্রিন্সিপাল ম্যামও কোনো মেয়ে দিতে পারবে না। এইটুকু সেন্স থাকা উচিত ছিল রুমটা যেহেতু ইডেন কলেজের প্রেসিডেন্ট নিয়ে নিছে, ইডেন কলেজের প্রেসিডেন্টের ওপরে আর কেউ নাই।’

তবে কলেজের অনেকেই নাম প্রকাশ না করার শর্তে বলেছেন রিভা বদ মেজাজী ও দ্বাম্ভিক মেয়ে। প্রায়ই অনেক মেয়েকে এভাবে ডেকে নিয়ে অকথ্য ভাষায় মা-বাবা তুলে গালাগালি করে। কিন্তু মুখ খুলতে পারে না তার ভয়ে। তবে কলেজ প্রশাসন থেকে তাকে এখনও কিছু বলা হয়নি। তিনি দাপুটে ও দাবড়িয়ে বেড়াচ্ছেন ক্যাম্পাসে।

পাঠকদের অনুরোধে অডিওটি আবারো দেয়া হলো: (অডিও)

 


ঢাকা, ২০ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ