Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবিতে 'যানবাহন পার্কিং নিষিদ্ধ'

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২২, ০৯:৫৪

যানবাহন পার্কিং নিষিদ্ধ

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে যানবাহন পার্কিং নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং বহিরাগতদের নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কার্জন হল, মল চত্বর, রোকেয়া হল সংলগ্ন এলাকাসহ ক্যাম্পাসের কয়েকটি জায়গায় ‘যানবাহন পার্কিং নিষিদ্ধ’ সংবলিত কয়েকটি সাইনবোর্ড সাঁটানো দেখা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ে অবৈধ পার্কিং বেড়ে গেছে। বহিরাগতরাও কোনও নিয়মকানুনের তোয়াক্কাই করছে না। এর ফলে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। যে কেউ যত্রতত্র পার্কিং করে চলে যাচ্ছে। এ কারণে আমরা সবাইকে আইনগত বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছি এবং সহযোগিতা চাচ্ছি। যদি এটা মানা না হয় আমরা আইনগত ব্যবস্থা নেব। আমরা বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও অবগত করেছি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা টিএসসি, রোকেয়া হল, মল চত্বর, ফুলার রোড, মল চত্বর, কার্জন হল এবং স্মৃতি চিরন্তন এলাকায় এটি সাঁটিয়েছি। পরবর্তীতে পুরো ক্যাম্পাসেই সাঁটানো হবে।

ঢাকা, ১৭ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ